ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

রিপোর্ট দেখে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী বাবরের পরবর্তী চিকিৎসা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৯ ঘণ্টা, নভেম্বর ৯, ২০২৪
রিপোর্ট দেখে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী বাবরের পরবর্তী চিকিৎসা

ঢাকা: ঢাকা কেন্দ্রীয় কারাগারে (কেরানীগঞ্জ) বন্দি বিএনপি নেতা ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরকে কারাগারে গিয়ে বিএসএমএমইউর চিকিৎসকদের একটি টিম তার শারীরিক অবস্থার খোঁজ-খবর নিয়েছেন। পাশাপাশি তার শারীরিক কন্ডিশনের বিষয়ে কথা বলেছেন।

শনিবার (৯ নভেম্বর) ঢাকা বিভাগের কারা উপ-মহাপরিদর্শক (ডিআইজি প্রিজন্স) মো. জাহাঙ্গীর কবির বাংলানিউজকে জানান, চিকিৎসকদের সিদ্ধান্ত অনুযায়ী সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের কারা হাসপাতালে কিছু পরীক্ষার পাশাপাশি আরও পরীক্ষার জন্য স্যাম্পল সংগ্রহ করে বিএসএমএমইউতে পাঠানো হবে। এসব ডায়াগনস্টিক পরীক্ষার রিপোর্ট দেখে চিকিৎসকরা পরবর্তী বাড়তি চিকিৎসার ব্যবস্থা নেবেন।

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী লুৎফুজ্জামান বাবর গুরুতর অসুস্থ। শ্বাসকষ্ট, জটিল কিডনি সমস্যা, মেরুদণ্ডে ব্যথাসহ বিভিন্ন রোগে আক্রান্ত তিনি। তিনি গত ১৭ বছর ধরে কারাগারে আছেন।

শুক্রবার (৮) রাতে ঢাকা বিভাগের কারা উপ-মহাপরিদর্শক (ডিআইজি প্রিজন্স) মো. জাহাঙ্গীর কবির বাংলানিউজকে জানান, তিনি বিভিন্ন রোগে ভুগছেন। সেজন্য কারাগারের চিকিৎসক ও সিভিল সার্জনের পরামর্শক্রমে হাসপাতাল কর্তৃপক্ষকে সংশ্লিষ্ট রোগের চিকিৎসক পাঠানোর জন্য চিঠি পাঠানো হয়েছিল। সে কারণে বিএসএমএমইউ কর্তৃপক্ষ শনিবার চারজন চিকিৎসক কারাগারে পাঠিয়েছিলেন।

বাংলাদেশ সময়: ২০১৮ ঘণ্টা, নভেম্বর ০৯, ২০২৪
এজেডএস/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।