ঢাকা, রবিবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

আলুর দাম নিয়ন্ত্রণে মাঠে টাস্কফোর্স, কোল্ডস্টোরকে জরিমানা

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৬ ঘণ্টা, নভেম্বর ৯, ২০২৪
আলুর দাম নিয়ন্ত্রণে মাঠে টাস্কফোর্স, কোল্ডস্টোরকে জরিমানা

রাজশাহী: দেশের অন্যান্য স্থানের মতো রাজশাহীতেও আলুর দাম সাধারণ মানুষের নাগালের বাইরে চলে গেছে।  বাজারে প্রতি কেজি আলু ৭০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

তাই আলুর বাজার নিয়ন্ত্রণে রাখতে শনিবার (৯ নভেম্বর) রাজশাহীর পবা উপজেলার বিভিন্ন বেসরকারি কোল্ডস্টোরে অভিযান চালানো হয়েছে।

পবা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সোহরাব হোসেনের নেতৃত্বে টাস্কফোর্স কমিটি এ অভিযান চালায়।

শনিবার (৯ নভেম্বর) পরিচালিত এই অভিযানের সময় পবা উপজেলার হিমালয় কোল্ডস্টোরকে স্টক রেজিস্ট্রার সঠিকভাবে সংরক্ষণ না করায় নগদ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ অভিযানের সময় উপজেলা বাজার নিয়ন্ত্রণ টাস্কফোর্স কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

অভিযানের সময় বাজার নিয়ন্ত্রণ টাস্কফোর্স কমিটি আলুর দাম বাড়ার সাথে কোন সিন্ডিকেট জড়িত আছে কি না, তা খতিয়ে দেখার লক্ষ্যে আলুর বৃহদাকার সংরক্ষণকারীদের তালিকা, বর্তমান মজুদের পরিমাণ, মজুদকাল প্রভৃতি তথ্যবিবরণী পর্যবেক্ষণ করা হয়েছে। এ সময় স্টক রেজিস্ট্রার সঠিকভাবে সংরক্ষণ না করায় পবা উপজেলার হিমালয় কোল্ডস্টোরকে নগদ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

জানতে চাইলে পবার ইউএনও ও উপজেলা বাজার নিয়ন্ত্রণ টাস্কফোর্স কমিটির সভাপতি সোহরাব হোসেন জানান, সরকার সারা দেশে কোল্ডস্টোরের আলুর দাম নির্ধারণ করে দিয়েছে। এই লক্ষ্য বাস্তবায়নে বাজারদর নিয়ন্ত্রণ ও মজুদদারি ঠেকাতে স্টক রেজিস্ট্রারের কোনো বিকল্প নেই। আলুর দাম বাড়ার পেছনে কোনো সিন্ডিকেট জড়িত আছে কি না, তা খতিয়ে দেখতে এক সপ্তাহ থেকে উপজেলার বিভিন্ন কোল্ডস্টোরে অভিযান পরিচালনা অব্যাহত রয়েছে বলে জানান।

এ সময় স্টক রেজিস্ট্রার সঠিকভাবে সংরক্ষণ না করায় হিমালয় কোল্ডস্টোরকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।  

ভবিষ্যতে আলু সিন্ডিকেট করে বাজার অস্থিতিশীল করে তুলছে কারও বিরুদ্ধে এমন সম্পৃক্ততা পাওয়া গেলে তার ব্যাপারে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৯৩৪ ঘণ্টা, নভেম্বর ০৯, ২০২৪
এসএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।