ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

তাহিরপুরে ইউপি সদস্য গ্রেপ্তার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫১ ঘণ্টা, নভেম্বর ৯, ২০২৪
তাহিরপুরে ইউপি সদস্য গ্রেপ্তার

সুনামগঞ্জ: সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বাদাঘাট ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য মুশাহিদ আলম রানুকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার বিরুদ্ধে যাদুকাটা নদীর পাড় কেটে অবৈধভাবে বালু উত্তোলনসহ একাধিক মামলা রয়েছে।

শুক্রবার (০৮ নভেম্বর) ভোর রাতে যাদুকাটা নদীর পাড় থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ ও স্থানীয় এলাকাবাসী জানায়, মুশাহিদ আলম রানুর বিরুদ্ধে উপজেলার অন্যতম বালু মহাল যাদুকাটা নদীর পাড় কেটে অবৈধভাবে বালু উত্তোলন, যাদুকাটায় অবৈধ ড্রেজার ও সেইভ মেশিন পরিচালনার অভিযোগ রয়েছে। এসব অবৈধ কর্মকাণ্ডে স্থানীয় অনেকে তাদের বসত ভিটে হারায়। তার অন্যায় কাজের প্রতিবাদ ও বিচারের দাবিতে এলাকায় একাধিক বার মানববন্ধন করেন ভুক্তভোগীরা। এর আগেও গত বছরের আগস্টে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে যাদুকাটা নদী থেকে তাকে গ্রেপ্তার করে জেল হাজতে পাঠায় পুলিশ। রানুর সঙ্গে জড়িত রয়েছে প্রভাবশালী চক্র। যাদের নদীর পাড়ে জমি আছে আর বালু বিক্রি করতে কৌশলে নদীর পাড় কিনে মালিক সেজে পাড় কেটে বালু বিক্রি করে ধ্বংস করেছে গ্রামের পর গ্রাম। বসতবাড়ি হারিয়েছে হাজারো পরিবার।

ক্ষতিগ্রস্ত নদীর পাড়ের বাসিন্দারা জানান, রানু মেম্বারকে যারা সহযোগিতা করেছেন তাদেরও আইনের আওতায় আনা প্রয়োজন। তাদের কারণে আমাদের নদীর পাড়ে বসতবাড়ি নদীতে বিলিন হয়েছে।  

তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ দেলোয়ার হোসেন জানিয়েছেন, মারামারির ঘটনায় দায়ের করা একটি মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১১৫১ ঘণ্টা, নভেম্বর ০৯, ২০২৪
আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।