ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

ভোটের জন্য অভ্যুত্থান হয়নি, আগে সিস্টেম ঠিক করতে হবে: সারজিস 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২২ ঘণ্টা, নভেম্বর ৭, ২০২৪
ভোটের জন্য অভ্যুত্থান হয়নি, আগে সিস্টেম ঠিক করতে হবে: সারজিস 

পঞ্চগড়: ‘জুলাই স্মৃতি ফাউন্ডেশন’- এর সাধারণ সম্পাদক সারজিস আলম বলেছেন, ‘একটি ভোটের জন্য এতবড় গণ-অভ্যুত্থান হয়নি। ভোটের পরিবর্তে করাপ্টেড সিস্টেমগুলো ঠিক করা জরুরি, তা করতে হবে।

বৃহস্পতিবার (৭ নভেম্বর) দুপুরে পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার শালবাহান উচ্চ বিদ্যালয় মাঠে ছাত্র-ছাত্রীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের প্রশ্নে তিনি এ কথা বলেন।

সারজিস আলম বলেন, শুধু ভোট দেওয়ার জন্য দুই হাজারের বেশি মানুষ জীবন দেয়নি। প্রায় অর্ধলক্ষ মানুষ রক্ত দেননি।

তিনি বলেন, জনগণের প্রত্যাশার সঙ্গে দূরত্ব তৈরি হলে আমরা সরকারেরও গঠনমূলক সমালোচনা করি। বর্তমানে যে সিস্টেমগুলোর ওপর বাংলাদেশের মানুষ বিরক্ত। যেগুলো দেখতে দেখতে মানুষের দেয়ালে পিঠ ঠেকে গেছে। এখন এই সিস্টেমগুলোর সংস্কার জরুরি প্রয়োজন। আমরা চাই অন্তর্বর্তী সরকার অতি দ্রুত এই সিস্টেম সংস্কার করবে। দেশের মানুষ যা প্রত্যাশা করে সরকার যেন সেভাবে কাজ করে।  

এ সময় উপস্থিত ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলনের পঞ্চগড় জেলার সমন্বয়ক ফজলে রাব্বি, সমন্বয়ক মোকাদ্দেসুর রহমান সান, বিদ্যালয়টির প্রধান শিক্ষক কাবুল হোসেনসহ শিক্ষক-শিক্ষার্থীরা।

বাংলাদেশ সময়: ১৯১০ ঘণ্টা, নভেম্বর ০৭, ২০২৪
এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।