ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

রামুতে ট্রেনে কাটা পড়ে নিহত ২

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৫ ঘণ্টা, নভেম্বর ৭, ২০২৪
রামুতে ট্রেনে কাটা পড়ে নিহত ২

কক্সবাজার: রামু উপজেলায় মোটরসাইকেলযোগে সড়ক পারাপারের সময় ট্রেনে কাটা পড়ে দুই যুবকের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (৭ নভেম্বর) বিকেলে উপজেলার রশিদনগর ইউনিয়নের উত্তর কাহাতিয়া পাড়া এলাকায় ইউপি সদস্য জিকুর বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- রামুর রশিদনগর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের কাহাতিয়া পাড়া এলাকার মোহাম্মদ হোছনের ছেলে ওয়াহিদ (১৮) ও আব্দুল মজিদের ছেলে মো. হোছন (২৪)।

রশিদনগর ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ডের সদস্য জিকু জানান, বিকেলে রশিদনগর বাজার থেকে মোটরসাইকেলযোগে ওয়াহিদ ও হোসেন বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে সড়কের রেলক্রসিং পার হতে গিয়ে তারা কক্সবাজারমুখী একটি রেলের নিচে চাপা পড়েন। তাদের শরীরের বিভিন্ন অঙ্গ ছিন্ন-বিচ্ছিন্ন হয়ে যায়। ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়।

তিনি আরও বলেন, রেললাইনের কাজ চলছে, দুর্ঘটনাকবলিত স্থানে সড়ক চলাচলের জায়গা থাকায় স্থানীয় দীর্ঘদিন ধরে সেখানে একটি রেলগেট স্থাপনের দাবি করছিলেন। কিন্তু সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কোনো পদক্ষেপ না নেওয়ায় দুর্ঘটনাটি ঘটে বলে দাবি জিকুর।

রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমন কান্তি চৌধুরী এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, অসাবধানতাবসত দুর্ঘটনাটি ঘটেছে। প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৮৪৩ ঘণ্টা, নভেম্বর ৭, ২০২৪
এসবি/এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।