ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

নওগাঁয় জাতীয় বিপ্লব-সংহতি দিবস পালিত

ডিস্ট্রিক্ট  করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৯ ঘণ্টা, নভেম্বর ৭, ২০২৪
নওগাঁয় জাতীয় বিপ্লব-সংহতি দিবস পালিত

নওগাঁ: জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে নওগাঁ জেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে গণজমায়েত ও র‍্যালি হয়েছে।  

বৃহস্পতিবার (৭ নভেম্বর) দুপুর ১২টার দিকে জেলা শহরের কেডির মোড় বিএনপির দলীয় কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়।

র‌্যালিটি জেলা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় সেখানে গিয়ে শেষ হয়।

এ সময় জেলা বিএনপির আহ্বায়ক আবু বকর সিদ্দিক নান্নু, কেন্দ্রীয় বিএনপির সহ-সমবায় বিষয়ক সম্পাদক নাজমুল হক সনি, সাবেক জেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম ধলু, সিনিয়র যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম টুকু, এসএম রেজাউল ইসলাম রেজু, আমিনুল ইসলাম বেলাল, মামুনুর রহমান রিপন, শফিউল আজম ভিপি রানা, সদস্য সচিব বায়েজিদ হোসেন পলাশসহ জেলা বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।

পরে দলীয় কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ সময়: ১৬৩০ ঘণ্টা, নভেম্বর ০৭, ২০২৪
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।