ঢাকা, রবিবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

আমরা আইন প্রয়োগে যথেষ্ট কঠোর হবো: চাঁদপুর ডিসি 

ডিস্ট্রিক্ট  করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৫ ঘণ্টা, নভেম্বর ৭, ২০২৪
আমরা আইন প্রয়োগে যথেষ্ট কঠোর হবো: চাঁদপুর ডিসি 

চাঁদপুর: চাঁদপুরের জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ মোহসীন উদ্দিন বলেছেন, আইন প্রয়োগে আমরা যথেষ্ট কঠোর হবো। যারা আইন অমান্য করবে, তাদের বিরুদ্ধে কঠোরভাবে আইন প্রয়োগ করব।

 

বৃহস্পতিবার (৭ নভেম্বর) দুপুরে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অবহিতকরণ ও বাস্তবায়ন বিষয়ক সেমিনারে সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন।  

মোহাম্মদ মোহসীন উদ্দিন বলেন, আমাদের খুচরা বিক্রেতা বেশি সমস্যা করে অতি মুনাফা লাভের আশায়। আমরা চাই এই আইন সম্পর্কে সচেতন করা। ভোক্তাদের অধিকারে সমস্যা হলে আমরা আইনি ব্যবস্থা নেব। ভোক্তাদের অধিকারকে আপনাদের সমুন্নত রাখতে হবে। ভেজাল খাবার বিক্রি বা পণ্যের দাম বেশি রাখা যাবে না। আশা করি, এ কর্মশালার মাধ্যমে আপনারা সচেতন হবেন।  

তিনি বলেন বলেন, সরকারের যে আইন আছে, সে আইন সম্পর্কে জানানো আমাদের লক্ষ্য। এক্ষেত্রে আমরা কাউন্সেলিং প্রতিনিয়তই করে থাকি। কাউন্সিলিংয়ের ফল কী হয়, আপনারা তা জানেন। কিছু কিছু মানুষ আছেন, তাদের কাউন্সেলিং প্রয়োজন হয় না। কারণ তারা কাউন্সেলিং করার যোগ্য না।  

ফার্মেসিদের উদ্দেশে জেলা প্রশাসক বলেন, আপনি আপনার প্রটোকল মেইনটেইন করেন। মেয়াদোত্তীর্ণ ওষুধ যেখানে রাখতে হবে, সেখানেই রাখেন। আপনি যখন নিয়মানুযায়ী কাজ করবেন, তখন কেউ আইন প্রয়োগ করবে না।  

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোস্তাফিজুর রহমানের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, স্থানীয় সরকারের উপ-পরিচালক ও পৌর প্রশাসক মো. গোলাম জাকারিয়া, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ইয়াসির আরাফাত, বিশেষ টাস্কফোর্স কমিটির সদস্য জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মুকবুল হোসেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক সিরাজুল ইসলাম, প্রেসক্লাব সভাপতি সাহাদাত হোসেন শান্ত, চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক পরেশ মালাকার, বেকারি মালিক সমিতির সভাপতি জয়নাল আবেদীন, রেস্তোরাঁ মালিক সমিতির সাধারণ সম্পাদক মাসুদ আখন্দ, জেলা ক্যাবের যুগ্ম সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মো. মুজিবুর প্রমুখ।  

ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অবহিতকরণ ডকুমেন্টারি উপস্থাপন করেন ভোক্তা সংরক্ষণ অধিকার অধিদপ্তরের সহকারী পরিচালক মো. নুর হোসেন।  

বাংলাদেশ সময়: ১৬২৫ ঘণ্টা, নভেম্বর ০৭, ২০২৪
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।