ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে যুবকের পা বিচ্ছিন্ন 

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৪৯ ঘণ্টা, নভেম্বর ৭, ২০২৪
চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে যুবকের পা বিচ্ছিন্ন 

পাবনা (ঈশ্বরদী): পাবনার ঈশ্বরদীতে চলন্ত ট্রেন থেকে লাফিয়ে নামতে গিয়ে চাকার নিচে পড়ে বায়োজিদ হোসেন (২৫) নামে এক যুবকের একটি পা বিচ্ছিন্ন হয়েছে। বর্তমানে তিনি রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

 

বুধবার (৬ নভেম্বর) বিকেল ৩টার দিকে পাবনার ঈশ্বরদী-নাটোর-রাজশাহী রেলরুটের নাটোরের লালপুর উপজেলার দহরশৈলা 'ঈশ্বরদী বাইপাস স্টেশনে' এ ঘটনা ঘটে।

আহত বায়োজিদ হোসেন নেত্রকোনা জেলার মোহনগঞ্জ উপজেলার মানচিরি গ্রামের মো. কুতুবউদ্দিনের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, কুষ্টিয়া যাওয়ার উদ্দেশে বায়োজিদ ঢাকা-রংপুর রুটের রংপুর এক্সপ্রেস ট্রেনে উঠেছিলেন। ট্রেনটি বাইপাস স্টেশনে না থামার কারণে চলন্ত ট্রেন থেকেই তিনি লাফ দিয়ে নামার চেষ্টা করেন। আর এতেই ট্রেনের নিচে পড়ে তার একটি পা বিচ্ছিন্ন হয়ে যায়। পরে ঈশ্বরদী ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সের উদ্ধারকর্মীরা খবর পেয়ে তাকে উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে পাঠিয়ে দেন।  


ঈশ্বরদী ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সের লিডার মখলেছুর রহমান বাংলানিউজকে জানান, খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থল থেকে গুরুতর আহত অবস্থায় বায়োজিদকে উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। প্রাথমিক চিকিৎসা শেষে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেন চিকিৎসকরা।

ঈশ্বরদী রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউর রহমান বাংলানিউজকে জানান, যাত্রীবাহী চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে এক যুবকের একটি পা বিচ্ছিন্ন হয়ে গেছে। পরে তার দেওয়া তথ্যমতে পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে।

এর আগে, একইদিন সকাল ১১টার দিকে মিজানুর রহমান নামে অপর এক যুবক ঈশ্বরদী জংশন স্টেশনে ট্রেন শান্টিংয়ের সময় আত্মহত্যার জন্য ট্রেনের সামনে ঝাঁপ দিলে তার দুটি পা বিচ্ছিন্ন হয়ে যায়।  

বাংলাদেশ সময়: ০৮৪৮ ঘণ্টা, নভেম্বর ০৭, ২০২৪
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।