ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

র‍্যাব সদস্যদের ঘিরে ছিনিয়ে নেওয়া আ.লীগ নেতা পুলিশের হাতে গ্রেপ্তার 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২১৫ ঘণ্টা, নভেম্বর ৬, ২০২৪
র‍্যাব সদস্যদের ঘিরে ছিনিয়ে নেওয়া আ.লীগ নেতা পুলিশের হাতে গ্রেপ্তার  ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা আওলাদুল

শেরপুর: শেরপুরে র‍্যাবের হাত থেকে ছিনিয়ে নেওয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা আওলাদুলকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।  

বুধবার (৬ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে ঢাকা-শেরপুর মহাসড়কের ভাতশালা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

 

আওলাদুল শেরপুর সদর উপজেলার গাজীরখামার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলনে নিহত শিক্ষার্থী হত্যা মামলার আসামি তিনি।  

শেরপুরের পুলিশ সুপার (এসপি) আমিনুল ইসলাম বলেন, অভিযুক্ত আওয়ামী লীগ নেতা ও ইউপি চেয়ারম্যান আওলাদুলকে আটক করা হয়েছে। কারা তাকে ছিনিয়ে নিয়েছে তা জানার চেষ্টা চলছে।  

পরবর্তীতে তাদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান এসপি।  

জানা যায়, আজ (বুধবার) বিকেল ৪টায় গাজিরখামার ইউনিয়ন পরিষদ থেকে ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা আওলাদুলকে আটক করে র‍্যাব। আটকের পর স্থানীয় তৃণমূলের আওয়ামী লীগের সমর্থক ও স্থানীয় জনতা চারদিক দিয়ে  র‍্যাবকে ঘিরে ফেলে। মারমুখী অবস্থান নেয় জনতা। এতে রক্তক্ষয়ী সংঘর্ষের সম্ভাবনা দেখা দেয়। এসময় জননিরাপত্তার বিষয় বিবেচনায় এনে র‍্যাব ঘটনাস্থল থেকে চলে আসে।

আ.লীগের উত্তেজিত নেতাকর্মীরা পরিষদের পাশের বিল দিয়ে ওই আওয়ামী লীগ নেতাকে নিয়ে যায়।

এ বিষয়ে র‍্যাব-১৪ এর কোম্পানি কমান্ডার আব্দুর রাজ্জাক বলেন, শুধু পরিস্থিতির কারণে ছেড়ে দেওয়া হয়েছিল। বল প্রয়োগ করলে রক্ত ঝরতে পারত। পরে সন্ধ্যা ৬টায় ভাতশালা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে থানা পুলিশ।  

বাংলাদেশ সময়: ২২০০ ঘণ্টা, নভেম্বর ০৬, ২০২৪
এসএএইচ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।