ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

খুলনায় সাংবাদিকদের ৩ দিনব্যাপী পিআইবির প্রশিক্ষণ উদ্বোধন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩১ ঘণ্টা, নভেম্বর ৬, ২০২৪
খুলনায় সাংবাদিকদের ৩ দিনব্যাপী পিআইবির প্রশিক্ষণ উদ্বোধন

খুলনা: খুলনা জেলার সাংবাদিকদের জন্য তিন দিনব্যাপী সংবাদ প্রতিবেদন ও বয়ানবিষয়ক প্রশিক্ষণ শুরু হয়েছে।  

বুধবার (৬ নভেম্বর) সকালে খুলনা সার্কিট হাউজের সম্মেলনকক্ষে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) আয়োজিত এ প্রশিক্ষণের উদ্বোধন করেন খুলনা জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ সাইফুল ইসলাম।

উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক বলেন, প্রশিক্ষণের কোনো বয়স নেই। মানুষের প্রতিটি ক্ষেত্রেই শিক্ষার অনেক কিছু রয়েছে। প্রশিক্ষণলব্ধ জ্ঞান কাজে লাগিয়ে সাংবাদিকদের পেশাগত মান উন্নয়ন করা খুবই জরুরি।  

তিনি আরও বলেন, যেকোনো প্রশিক্ষণের কোনো বিকল্প নেই। তিনি খুলনার সাংবাদিকদের প্রশিক্ষণের জন্য পিআইবিকে ধন্যবাদ জানান।

খুলনা মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) আবুল হাসান হিমালয়ের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনটির সভাপতি মো. আনিসুজ্জামান।  

বক্তৃতা করেন পিআইবির প্রশিক্ষক মোহাম্মদ শাহ আলম ও ড্যাফোডিল ইউনিভার্সিটির গণমাধ্যম যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক ড. জামিল খান।  

খুলনা জেলার ৩৫ সাংবাদিক প্রশিক্ষণে অংশগ্রহণ করছেন।

বাংলাদেশ সময়: ২০৩০ ঘণ্টা, নভেম্বর ০৬, ২০২৪
এমআরএম/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।