ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে দুই পা হারালেন যুবক

উপজেলা করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৭ ঘণ্টা, নভেম্বর ৬, ২০২৪
ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে দুই পা হারালেন যুবক

পাবনা (ঈশ্বরদী): পাবনার ঈশ্বরদীতে আত্মহত্যার উদ্দেশে সান্টিং করা ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে দুই পা হারালেন মিজানুর রহমান (২৮) নামে এক যুবক।  

বুধবার (৬ নভেম্বর) সকাল সাড়ে ১১ টার দিকে ঈশ্বরদী রেলওয়ে জংশন স্টেশন ইয়ার্ডের দক্ষিণে এ ঘটনা ঘটে।

 

আহত মিজানুর রহমান মুন্সীগঞ্জ জেলার সিরাজদিখান উপজেলার ভাসান বুকগ্রামের নূরবক্স হাওলাদারের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার (৬ নভেম্বর) সকাল থেকে ওই যুবককে কয়েকবার রেললাইনের ওপর হাঁটাহাঁটি করতে দেখা গেছে। ঈশ্বরদী রেলস্টেশনের পাশে ট্রেন সান্টিংয়ের সময় হঠাৎ সে ট্রেনের সামনে ঝাঁপ দেয়। এতে তার হাঁটুর নিচ থেকে দুই পা বিচ্ছিন্ন হয়ে যায়। খবর পেয়ে ঈশ্বরদী ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সের উদ্ধারকর্মীরা  এসে তাকে উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। ওই যুবক সম্ভবত আত্মহত্যার জন্য ট্রেনের সামনে ঝাঁপ দিয়েছিলেন।

পা হারানো আহত যুবক মিজানুর রহমানের ভাষ্য, কয়েকদিন আগে চাকরি করার জন্য সে ঈশ্বরদী আসে।  তার ভোটার আইডি কার্ড না থাকার কারণে তাকে কেউ কোনো কাজ দিতে চায় না। এতে পরিবার ও স্বজনদের কাছে ব্যাপক অবহেলিত তিনি। তাই আত্মহত্যার জন্য ট্রেনের নিচে ঝাঁপ দিয়েছেন।

ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক তাসনিম তামান্না বাংলানিউজকে বলেন, পা হারানো যুবককে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। তার শরীর থেকে প্রচুর রক্তক্ষরণ হয়েছে। তার কোনো অভিভাবক না থাকায় হাসপাতাল কর্তৃপক্ষের উদ্যোগে তাকে উন্নত চিকিৎসার জন্য পাবনা জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়।

ঈশ্বরদী রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউর রহমান বাংলানিউজকে জানান, ট্রেনে কাটা পড়ে এক যুবকের দুই পা বিচ্ছিন্ন হয়েছে। ফায়ার সার্ভিসের সহযোগিতায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। আমরা তার পরিবারের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হচ্ছে।  

বাংলাদেশ সময়: ১৫৫৭ ঘণ্টা, নভেম্বর ৬, ২০২৪
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।