ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

সফটওয়্যার ত্রুটি, পেনসিলভানিয়ায় ভোট দেওয়ার সময় বাড়লো

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৩১ ঘণ্টা, নভেম্বর ৬, ২০২৪
সফটওয়্যার ত্রুটি, পেনসিলভানিয়ায় ভোট দেওয়ার সময় বাড়লো

মার্কিন নির্বাচনে গুরুত্বপূর্ণ সুইং স্টেট হিসেবে পরিচিত পেনসিলভানিয়ায় ভোট গ্রহণ স্থানীয় সময় রাত ১০টা পর্যন্ত বাড়ানো হয়েছে।  

পেনসিলভানিয়ার ক্যামব্রিয়া কাউন্টির ভোটাররা সফটওয়্যার সমস্যার কারণে ব্যালট স্ক্যান করতে না পারার কারণে এই সময় বৃদ্ধি করা হয়েছে।

  

পেনসিলভানিয়ার একজন বিচারক ভোটের সময় রাত ১০টা পর্যন্ত বাড়ানোর আবেদন মঞ্জুর করেছেন। খবর ফক্স নিউজ

নির্বাচনী কর্মকর্তারা বলছেন যারা ভোট দিতে চান তাদের কোনো অবস্থাতেই ফিরিয়ে দেওয়া হবে না। সমস্ত ভোট গণনা করা হবে।  

রিপাবলিকান ন্যাশনাল কমিটির (আরএনসি) চেয়ারম্যান মাইকেল হোয়াটলি ভোটারদের লাইনে থাকার এবং দেরি হলেও তাদের ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন।

কাউন্টি সলিসিটর রন রেপাক এক বিবৃতিতে বলেছেন, ক্যামব্রিয়া কাউন্টি বোর্ড অফ ইলেকশন আজ সকালে জানতে পেরেছে কাউন্টির ইলেকট্রনিক ভোটিং সিস্টেমে সফটওয়্যারের ত্রুটির কারণে ভোটাররা তাদের ব্যালট স্ক্যান করতে পারেনি।  

তবে এটি ভোটারদের ভোট দিতে নিরুৎসাহিত করবে না বলে তিনি আশা প্রকাশ করেন।

রেপাক বলেন, সঠিক ভাবে পূরণ করা সমস্ত ব্যালট গ্রহণ করা হবে, সংরক্ষণ করা হবে এবং নির্বাচন বোর্ড দ্বারা গণনা করা হবে।  
কাউন্টি বোর্ড অফ ইলেকশনের কাছে এক্সপ্রেস ভোটিং মেশিন রয়েছে। প্রয়োজনে ইলেকট্রনিকভাবে ভোট দেওয়ার অনুমতি দেওয়া হবে। তবে এখন পর্যন্ত হাতে লেখা ব্যালটে ভোট নেওয়ার হচ্ছে।

বাংলাদেশ সময়: ০২৩০ ঘণ্টা, নভেম্বর ০৬, ২০২৪
এমএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।