ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

ব্যক্তিগতভাবে কাউকে চিনতে চাই না, বললেন রাজশাহীর ডিসি

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৩ ঘণ্টা, নভেম্বর ৫, ২০২৪
ব্যক্তিগতভাবে কাউকে চিনতে চাই না, বললেন রাজশাহীর ডিসি কথা বলছেন ডিসি আফিয়া আখতার।

রাজশাহী: রাজশাহীর নবাগত জেলা প্রশাসক (ডিসি) আফিয়া আখতার বলেছেন, আমরা প্রজাতন্ত্রের কর্মচারী হিসেবে আইনানুযায়ী কাজ করব, ব্যক্তিগতভাবে কাউকে চিনতে চাই না। আমাদের কাজের ক্ষেত্রে কোনো ধরনের ভুল থাকলে, আপনারা সুধরে নেবেন।

আমরা বৈষম্যহীনভাবে কাজ করতে চাই।

নতুন কর্মস্থলে যোগদান উপলক্ষে মতবিনিময়কালে স্থানীয় গণমাধ্যমকর্মীদের তিনি এ কথা জানান।  

তিনি বলেন, দেশের শান্তি, মঙ্গল ও উন্নয়নের স্বার্থে এখন থেকে একসঙ্গে কাজ করতে চাই। এক্ষেত্রে আমাদের অতীতের ভুলগুলো থেকে শিক্ষা নিতে হবে। আমরা যেন আর ক্ষমতার দাপট না দেখাই। না হলে ভবিষ্যতে আমাদেরও একই পরিণতি হবে।

মঙ্গলবার (৫ নভেম্বর) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে গণমাধ্যমকর্মীদের সঙ্গে এই মতবিনিময় সভার আয়োজন করা হয়।

সেখানে তিনি গণমাধ্যমকর্মীদের মুখে জেলার বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার কথা শোনেন।

এ সময় উন্নয়ন ও সংস্কারসহ সব সরকারি কাজে গণমাধ্যমকর্মীদের সহযোগিতা কামনা করেন রাজশাহীর প্রথম নারী জেলা প্রশাসক।

রাজশাহীর নবাগত জেলা প্রশাসক (ডিসি) আফিয়া আখতার বলেন, এখন থেকে সবাই নিজেদের মধ্যকার বিভেদ ভুলে একসঙ্গে কাজ করব। আর প্রতিটি পদক্ষেপে গণমাধ্যমকর্মীদের সার্বিক সহযোগিতা প্রয়োজন। সমষ্টিগত স্বার্থে পাশাপাশি থেকে আমরা সব বৈষম্যবিলোপে কাজ করব।

নবাগত জেলা প্রশাসক আরও বলেন, গণমাধ্যমকর্মীরা জাতির বিবেক ও চোখ। তাই এই চোখ যেন কখনো একপক্ষ হয়ে কাজ না করে। শিগগিরই আমরা এই রাজশাহী জেলার বিভিন্ন দপ্তরের অনিয়মগুলো খুঁজে বের করে তা সংস্কারের চেষ্টা করব। সঠিক সিদ্ধান্ত নিতে কোনোভাবেই সময়ক্ষেপণ করা হবে না।

তবে সরকারি দপ্তরের সংবাদ পরিবেশনের আগে তথ্যগুলো অবশ্যই সঠিকভাবে যাচাই-বাছাই করে নেওয়ার জন্য স্থানীয় গণমাধ্যমকর্মীদের প্রতি আহ্বান জানান তিনি।

মতবিনিময়কালে সাংবাদিকরা রাজশাহীর ইজারা দেওয়া খালগুলো উন্মুক্ত করে দেওয়া, বিভিন্ন হাট-বাজার ও বালু ঘাট ইজারার অনিয়ম দূর করা, ডিসি অফিসের দুর্নীতি বন্ধ করা, এলআর ফান্ডের স্বচ্ছতা নিশ্চিত করা, ভূমি সেক্টরকে নিষ্কলুষ করা, নীরব চাঁদাবাজি বন্ধ করা, দখলদারি বন্ধ, জলাবদ্ধতার সমাধান এবং আইন-শৃঙ্খলা ফিরিয়ে আনার ব্যপারে নব নিযুক্ত জেলা প্রশাসকের দৃষ্টি আকর্ষণ করেন।

রাজশাহীর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সরকার অসীম কুমারের পরিচালনায় অনুষ্ঠিত এই মতবিনিময় সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) টুকটুক তালুকদার, দৈনিক সোনালী সংবাদ পত্রিকার সম্পাদক লিয়াকত আলী, দৈনিক সোনার দেশ পত্রিকার সম্পাদক আকবারুল হাসান মিল্লাত, আমাদের রাজশাহী পত্রিকার সম্পাদক আফজাল হোসেন, রাজশাহী সংবাদ পত্রিকার সম্পাদক আহসান হাবিব অপু, চ্যানেল আই টেলিভিশনের রাজশাহী প্রতিনিধি আবু সালেহ মোহাম্মদ ফাত্তাহসহ প্রেসক্লাব ও সাংবাদিক ইউনিয়নের সদস্যরা উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, নবাগত জেলা প্রশাসক আফিয়া আখতার ৩ নভেম্বর রাজশাহীর ১২৭তম জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট (ডিসি) হিসেবে যোগদান করেছেন। তিনি যশোর জেলার কোতোয়ালি থানায় জন্মগ্ৰহণ করেছেন। তিনি যশোর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে ১৯৯৩ সালে এসএসসি পাস করেন। ১৯৯৫ সালে এইচএসসি পাসের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগে ভর্তি হন। সেখানে ১৯৯৮ সালে অনার্স ও ১৯৯৯ সালে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। এরপর ২৫তম বিসিএসের মাধ্যমে প্রশাসন ক্যাডারে যোগ দেন। আর তার প্রথম কর্মস্থল ছিল রাজশাহী বিভাগীয় কমিশনারের কার্যালয়।

বাংলাদেশ সময়: ১৯০৩ ঘণ্টা, নভেম্বর ০৫, ২০২৪
এসএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।