ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

নিষিদ্ধ পলিথিন বন্ধে বান্দরবানে অভিযান, জরিমানা আদায়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৪ ঘণ্টা, নভেম্বর ৫, ২০২৪
নিষিদ্ধ পলিথিন বন্ধে বান্দরবানে অভিযান, জরিমানা আদায়

বান্দরবান: পরিবেশের জন্য ক্ষতিকারক অবৈধ পলিথিন ব্যবহার ও বাজারজাতকরণের বিরুদ্ধ বান্দরবানে অভিযান পরিচালনা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (৫ নভেম্বর) দুপুরে বান্দরবান সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উম্মে হাবীবা মীরা এ অভিযান পরিচালনা করেন।

এ সময় বান্দরবান পৌর এলাকার বাজারের বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করা হয় এবং সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগ মজুদ, বিতরণ, বাণিজ্যিক উদ্দেশে পরিবহন ও বিক্রয়ের অপরাধে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইনে দুটি ব্যবসায়িক প্রতিষ্ঠানকে সর্বমোট ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।

এ সময় অভিযানে মেসার্স জাফর স্টোর থেকে ১১০ কেজি নিষিদ্ধ পলিথিন/ পলিপ্রাইলিন শপিং ব্যাগ এবং ওয়ান টাইম কালেকশন স্টোর থেকে সাত কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেন ভ্রাম্যমাণ আদালত।  

ভ্রাম্যমাণ আদালতে নেতৃত্বদানকারী বান্দরবান সদর ইউএনও উম্মে হাবীবা মীরা জানান, ১ নভেম্বর থেকে সারা দেশে নিষিদ্ধ পলিথিন/পলিপ্রাইলিন শপিং ব্যাগ বন্ধে অভিযান চলছে। এ অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।  

তিনি আরও জানান, প্লাস্টিক দূষণ রোধ করে বর্তমান ও আগামী প্রজন্মের জন্য টেকসই পরিবেশ গড়তে আমাদের পরিবেশের জন্য ক্ষতিকারক অবৈধ পলিথিন ব্যবহার ও বাজারজাতকরণ বন্ধ করতে হবে এবং পলিথিনের পরিবর্তে পরিবেশবান্ধব বিকল্প ব্যাগ ব্যবহার করতে সবাইকে সচেতন হতে হবে।

এ সময় পরিবেশ অধিদপ্তর বান্দরবান জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. রেজাউল করিমসহ উপজেলা প্রশাসনের কর্মচারী এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৭২১ ঘণ্টা, নভেম্বর ০৫, ২০২৪
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।