ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

বরিশালে বাসচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২০ ঘণ্টা, নভেম্বর ৫, ২০২৪
বরিশালে বাসচাপায় মোটরসাইকেল আরোহী নিহত প্রতীকী ছবি

বরিশাল: বরিশাল-পটুয়াখালী আঞ্চলিক মহাসড়কে বাসচাপায় মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।  

মঙ্গলবার (৫ নভেম্বর) সন্ধ্যার দিকে মহাসড়কের পশ্চিম দপদপিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুস সালাম জানিয়েছেন।

 

নিহত মো. ইউনুস আলী (৬০) পটুয়াখালীর বাউফল উপজেলার বটকাজল এলাকার বাসিন্দা। তিনি বাউফল উপজেলার নওমালা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক ছিলেন।  

নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুস সালাম বলেন, বাউফল থেকে মোটরসাইকেলযোগে বরিশালের উদ্দেশে যাচ্ছিলেন ইউনুস আলী। মহাসড়কের পশ্চিম দপদপিয়া বটতলা সমদ্দারবাড়ী এলাকায় এলে বরিশালগামী অন্তরা পরিবহনের যাত্রীবাহী একটি বাস পেছন থেকে এসে চাপা দেয়। এতে গুরুতর আহত হন ইউনুস আলী। তাকে উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানকার চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।  

ঘটনায় জড়িত বাস আটক করা হয়েছে। তবে চালক পালিয়েছে। নিহত ইউনুস আলীর স্বজনকে খবর দেওয়া হয়েছে। তারা এলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।  

বাংলাদেশ সময়: ১৫২০ ঘণ্টা, নভেম্বর ০৫, ২০২৪
এমএস/এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।