ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

নড়াইলে আধিপত্য বিস্তারের জেরে বৃদ্ধ খুন, বাড়িঘর ভাঙচুর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪৯ ঘণ্টা, নভেম্বর ৫, ২০২৪
নড়াইলে আধিপত্য বিস্তারের জেরে বৃদ্ধ খুন, বাড়িঘর ভাঙচুর

নড়াইল: নড়াইলের কালিয়ায় আধিপত্য বিস্তারের জেরে প্রতিপক্ষের হামলায় সুলতান মোল্যা (৭০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন।  

হত্যার প্রতিবাদে প্রতিপক্ষের কয়েকটি বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে।

এ ঘটনায় উভয় পক্ষের অন্তত আরও ছয়জন আহত হয়েছেন।  

সোমবার (৪ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার পুরুলিয়া ইউনিয়নের চাঁদপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত সুলতান মোল্যা উপজেলার চাঁদপুর গ্রামের বাসিন্দা। তিনি পেশায় একজন কৃষক ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে চলে আসা গ্রাম্য আধিপত্য বিস্তারের জেরে দুই পক্ষের মধ্যে বিরোধ চলে আসছিল। এক পক্ষের নেতৃত্ব দেন পুরুলিয়া ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ড সদস্য জামাল মোল্যা ও বাসার মোল্যা এবং অপর পক্ষের নেতৃত্বে সাবেক ইউপি সদস্য শরিফুল মোল্যা ও সুইট শেখ।

সোমবার রাত আনুমানিক সাড়ে ১০টার পর শরিফুল মোল্যা সমর্থিত সুলতান মোল্যা ব্যক্তিগত কাজ সেরে বাড়ি ফিরছিলেন। এসময় তাকে একা পেয়ে বর্তমান ইউপি সদস্য জামাল মোল্যা সমর্থিত লোকজন অতর্কিত হামলা চালিয়ে কুপিয়ে গুরুতর আহত করেন। খবর পেয়ে শরিফুল মোল্যা ও সুইট সমর্থিতরা লোকজন জড়ো করে পাল্টা ধাওয়া দিলে তা সংঘর্ষে রূপ নেয়। এ সময় দুই পক্ষের আহত হন অন্তত ছয়জন। গুরুতর আহত সুলতান মোল্যাকে নড়াইল সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মো. আনিসুর রহমান তাকে মৃত ঘোষণা করেন। আহতদের সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সুলতান মোল্যার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে ওই রাতেই শরিফুলের লোকজন জামাল মেম্বারের বাড়িঘরে ব্যাপক ভাঙচুর ও লুটপাট চালায়। এসময় একই পক্ষের দুলাল, বাদশা, বাসার মোল্যা ও মুজিবর মোল্যাসহ প্রায় ১০টি বাড়ি ভাঙচুর করা হয়েছে।

কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাশিদুল ইসলাম বাংলানিউজকে বলেন, দীর্ঘদিন ধরে গ্রাম্য আধিপত্য বিস্তারের জেরে দুই পক্ষের মধ্যে বিরোধ চলে আসছিল। এর জেরে সুলতান মোল্যা খুন হয়েছেন।

খবর পেয়ে সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হয়। ঘটনার সঙ্গে জড়িতদের ধরতে যৌথবাহিনীর অভিযান অব্যাহত আছে। পরিস্থিতি বর্তমানে শান্ত রয়েছে।

বাংলাদেশ সময়: ১০৪৮ ঘণ্টা, নভেম্বর ০৫, ২০২৪
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।