ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

ছাত্র আন্দোলনে গুলি চালানো আ. লীগ কর্মী নূর গ্রেপ্তার

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫২ ঘণ্টা, নভেম্বর ৫, ২০২৪
ছাত্র আন্দোলনে গুলি চালানো আ. লীগ কর্মী নূর গ্রেপ্তার

ঢাকা: হাজারীবাগ ঝাউচর এলাকা থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলাকারী আওয়ামী লীগের এক সক্রিয় সদস্য রবং হাজারীবাগের কিশোর গ্যাং নিয়ন্ত্রণকারী মো: নূর ইসলাম পারভেজকে গ্রেপ্তার করেছে ডিএমপির হাজারীবাগ থানা পুলিশ।

সোমবার (৪ নভেম্ববর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

হাজারীবাগ থানা সূত্র জানায়, গতকাল রোববার দিবাগত রাতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশগ্রহণকারী ছাত্র-জনতা ঝাউচর এলাকায় মো: নূর ইসলামকে দেখে চিনতে পারে সে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা করেছিলো। তারা তাকে জিজ্ঞাসাবাদ করলে সে কোন তথ্য প্রদান না করে উল্টো বলে ‘আন্দোলনে গুলি করেছি তাতে কি হয়েছে’। তখন উপস্থিত ছাত্র-জনতা পুলিশকে খবর দিলে হাজারীবাগ থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে হাজির হয়ে উত্তেজিত জনতার রোষানল থেকে তাকে আহত অবস্থায় উদ্ধার করে ভোর ৫টার দিকে থানায় নিয়ে আসে। পরে বৈষম্যবিরোধী আন্দোলনে বারো বছরের শিশু আব্দুল মোতালেব মুন্না হত্যা মামলায় নূর ইসলামকে গ্রেপ্তার করা হয়।

হাজারীবাগ থানা সূত্রে আরো জানা যায়, গত ০৪ আগস্ট জিগাতলার ওয়ালটন শো রুমের সামনে হাজার হাজার ছাত্র-জনতা কোটা সংস্কারের জন্য শান্তিপূর্ণ আন্দোলন করছিলেন। সেই আন্দোলনে আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের ছোড়া গুলিতে বারো বছরের শিশু আব্দুল মোতালেব মুন্না মারা যায়। এ ঘটনায় গত ৩০ আগস্ট মুন্নার প্রতিবেশী শেখ মুহাম্মদ মাসুম বিল্লাহ (৫১) এর অভিযোগের প্রেক্ষিতে হাজারীবাগ থানায় একটি হত্যা মামলা রুজু হয়।  

প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্য সম্পর্কে আরো জানা যায়, গ্রেপ্তারকৃত নূর ইসলাম গত ৪ আগস্ট জিগাতলার ওয়ালটন শো রুমের সামনে বৈষম্যবিরোধী আন্দোলনে হেলমেট পরিহিত অবস্থায় ছাত্র জনতার উপর অস্ত্র দিয়ে হামলা চালায়। হেলমেট পরে ছাত্র-জনতার উপর হামলা চালানো এবং ৫ আগস্ট মোহাম্মদপুর থানার অস্ত্র লুটের ঘটনায় নূর ইসলাম এর সংশ্লিষ্টতা রয়েছে। এছাড়া গ্রেপ্তারকৃত নূর ইসলাম হাজারীবাগের ঝাউচর এলাকার কিশোর গ্যাং নিয়ন্ত্রণকারী। এই কিশোর গ্যাং দীর্ঘদিন ধরে হাজারীবাগের ঝাউচর এলাকায় মাদক, মারামারি, চুরি ও ছিনতাইয়ের সঙ্গে জড়িত।

বাংলাদেশ সময়: ০৯৪৬ ঘণ্টা, নভেম্বর ০৫, ২০২৪
এজেডএস/এমএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।