ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

যশোরে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১০৬ ঘণ্টা, নভেম্বর ৫, ২০২৪
যশোরে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

যশোর: যশোরের শহরতলীতে সন্ত্রাসীদের ধারালো অস্ত্রের আঘাতে আমিনুল ইসলাম সজল নামে এক টাইলস ব্যবসায়ী নিহত হয়েছেন।  

সোমবার (৪ নভেম্বর) সন্ধ্যা ৭টায় শহরের খোলাডাঙ্গা এলাকার সারের গোডাউনের পেছনে এ ঘটনা ঘটে।

নিহত সজল খোলাডাঙ্গা এলাকার আজিজুল ইসলাম মিন্টু মুন্সির ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সজলের খোলাডাঙ্গা এলাকায় একটি টাইলসের দোকান রয়েছে। সন্ধ্যা ৭টার দিকে সারের গোডাউন সংলগ্ন মসজিদে নামাজ পড়ে বাড়ি ফিরছিলেন তিনি। পথে একদল দুর্বৃত্ত তাকে ধারালো দা’ দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা সজলকে উদ্ধার করে যশোর জেনারেল জেনারেল হাসপাতালে নিলে জরুরি বিভাগে দায়িত্বরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।  

হাসপাতালের চিকিৎসক হাসিব মোহাম্মদ আলি বলেন, মৃতের শরীরে কমপক্ষে ১০টি স্থানে কোপ দেওয়া হয়েছে। অতিরিক্ত রক্তক্ষরণের কারণে তার মৃত্যু হয়েছে।

নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, জমি নিয়ে একই এলাকার চিহ্নিত সন্ত্রাসী কামরুলের সঙ্গে সজলের বিরোধ চলছিল। পরিবারের ধারণা, কামরুল এ হত্যাকাণ্ডে জড়িত।

যশোরের অতিরিক্ত পুলিশ সুপার জুয়েল ইমরান বলেন, গোয়েন্দা পুলিশ ও থানা পুলিশের সদস্যরা ঘটনাটি তদন্ত করছেন এবং জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা করছেন।  

বাংলাদেশ সময়: ০১০৪ ঘণ্টা, নভেম্বর ০৪, ২০২৪
ইউজি/এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।