ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

বগুড়ায় ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থীর মৃত্যু নিয়ে ধোঁয়াশা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৪১ ঘণ্টা, নভেম্বর ৩, ২০২৪
বগুড়ায় ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থীর মৃত্যু নিয়ে ধোঁয়াশা

বগুড়া: বগুড়ার সদর উপজেলায় টিএমএসএস টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটের এক শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু হয়েছে।  

শনিবার (০২ নভেম্বর) রাতে সদর উপজেলার ঠেঙ্গামারা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত সৌরভ ওই এলাকার বাসিন্দা এবং টিএমএসএস টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটের শিক্ষার্থী।

জানা গেছে, শনিবার রাত ১০টার দিকে ঠেঙ্গামারা এলাকার একটি দোকানে সহপাঠী চাচাতো ভাইয়ের সঙ্গে বসেছিলেন সৌরভ। তারা দুজনেই স্থানীয় টিএমএসএস টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটের শিক্ষার্থী। এসময়ে সেখানে তাদের আরও কয়েকজন বন্ধু আসেন। পরে তাদের সঙ্গে চলে যান সৌরভ। এর প্রায় আধা ঘণ্টা পরে সৌরভকে নিয়ে যাওয়া এক বন্ধু মোবাইল ফোনে তার স্বজনদের জানায় সৌরভের বাইক দুর্ঘটনা হয়েছে, তাকে টিএমএসএস হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরে স্বজনরা হাসপাতালে গিয়ে সৌরভের মরদেহ দেখতে পান। তবে যারা ভর্তি করিয়েছেন তাদের কাউকে পাওয়া যায়নি।

তার শরীরের বিভিন্ন স্থানে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। মোটরসাইকেল দুর্ঘটনার কথা বলে তাকে দুই যুবক ভর্তি করিয়ে দিয়ে সটকে পড়ে। কিন্তু আঘাতের চিহ্ন দেখে এটিকে হত্যাকাণ্ড বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।

সৌরভের বাবা আব্দুল মোমেনের অভিযোগ, তার ছেলেকে পিটিয়ে হত্যার পর সড়ক দুর্ঘটনা বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। এ ঘটনায় তিনি হত্যা মামলা করবেন।

বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মঈনুদ্দীন জানান, সৌরভের মাথা, পাসহ শরীরের একাধিক স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। যা দেখে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি হত্যাকাণ্ড। আর বন্ধুদের পালিয়ে যাওয়াটাকেও গুরুত্ব দিয়ে খতিয়ে দেখা হচ্ছে। আমরা মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠাই। রিপোর্টে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।  

বাংলাদেশ সময়: ২৩৪১ ঘণ্টা, নভেম্বর ০৩, ২০২৪
কেইউএ/এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।