ঢাকা, রবিবার, ৪ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

পলিথিন কারখানায় অভিযানে পৌনে ২ লাখ টাকা জরিমানা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৫ ঘণ্টা, নভেম্বর ৩, ২০২৪
পলিথিন কারখানায় অভিযানে পৌনে ২ লাখ টাকা জরিমানা

ঢাকা: পরিবেশ অধিদপ্তরের সারা দেশে পলিথিন কারখানায় অভিযান ১ লাখ ৮০ হাজার টাকা জরিমানা এবং এক ট্রাক এবং ৭৪৬ কেজি পলিথিন জব্দ করা হয়েছে।  

রোববার (৩ নভেম্বর) পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের ঘোষণার অনুযায়ী সারা দেশে নিষিদ্ধ পলিথিন শপিং ব্যাগ উৎপাদনকারী কারখানার বিরুদ্ধে অভিযান চালিয়েছে পরিবেশ অধিদপ্তর।

ঢাকার কামরাঙ্গীরচর এলাকায় এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করে একটি কারখানার গ্যাস, বিদ্যুৎ ও পানির সংযোগ বিচ্ছিন্ন করা হয়।

নিষিদ্ধ পলিথিন মজুদ ও বাজারজাত করায় দায়ে ১৩টি মোবাইল কোর্ট পরিচালিত হয়। অভিযানে ২৬টি প্রতিষ্ঠানকে মোট এক লাখ ৮০ হাজার পাঁচশ টাকা জরিমানা  করা হয়। এছাড়াও একটি ট্রাক এবং প্রায় ৭৪৬ কেজি পলিথিন জব্দ করা হয়েছে।

অপরদিকে বাংলাদেশ সচিবালয়ে পরিবেশবাদী সংগঠনগুলোর সাথে মতবিনিময় সভায় পরিবেশ উপদেষ্টা জানান, অবৈধ ব্যাটারি ভাঙা ও সিসা গলানো কারখানার বিরুদ্ধেও দ্রুত অভিযান শুরু হবে।  

তিনি আরও বলেন, প্রকৃতি রক্ষায় সব ধরনের দূষণ রোধে সরকার ধারাবাহিক পদক্ষেপ নেবে।  

বাংলাদেশ সময়: ২১৫৩ ঘণ্টা, নভেম্বর ০৩, ২০২৪
জিসিজি/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।