ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

চকরিয়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৪ ঘণ্টা, নভেম্বর ৩, ২০২৪
চকরিয়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু প্রতীকী ছবি

কক্সবাজার: কক্সবাজারের চকরিয়ায় বালতির পানিতে ডুবে দেড় বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।  

রোববার (৩ নভেম্বর) দুপুরে চকরিয়া পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের এস কে পাড়ায় এ ঘটনা ঘটে।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি মো. মনজুর কাদের ভূঁইয়া বিষয়টি নিশ্চিত করেন।  

শিশু আরশ ওই এলাকার আনোয়ারুল আজিম আনারের ছেলে।  

ওসি মনজুর কাদের ভূঁইয়া জানান, শিশু আরশ বাড়ির উঠানে খেলা করেছিল। এ সময় তার মা বাড়ির ভেতরে রান্নাঘরে কাজ করছিল। পরিবারের অগোচরে বালতির পানিতে পড়ে যায় আরশ। পরে দীর্ঘক্ষণ শিশুটিকে ঘরে না ফেরায় তার মা খোঁজাখুঁজি শুরু করেন। এক পর্যায়ে বাড়ির উঠানে থাকা বালতির পানিতে ডুবন্ত অবস্থায় শিশুটিকে উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।  
থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।  

বাংলাদেশ সময়: ১৯৩৩ ঘণ্টা, নভেম্বর ০৩, ২০২৪
এসবি/এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।