ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

রাজশাহী সেনানিবাসে সমাপনী কুচকাওয়াজ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২১ ঘণ্টা, নভেম্বর ৩, ২০২৪
রাজশাহী সেনানিবাসে সমাপনী কুচকাওয়াজ

রাজশাহী: রাজশাহীতে বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্ট রিক্রুট ব্যাচ-২০২৪ এর শপথ গ্রহণ ও সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৩ নভেম্বর) সকালে রাজশাহী সেনানিবাসে অনুষ্ঠিত এ কুচকাওয়াজে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সেনাবাহিনীর কোয়ার্টার মাস্টার জেনারেল লেফটেন্যান্ট জেনারেল ফয়জুর রহমান।

অনুষ্ঠানে স্বাধীনতাযুদ্ধে সেনাবাহিনীর অবদানের কথা উল্লেখ করে তিনি বলেন, নানা ধরনের সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও একটি শক্তিশালী সেনাবাহিনী গড়ে তোলার চেষ্টা করছেন এদেশের জনগণ। দেশের জনগণের প্রতি আমাদের রয়েছে দায়বদ্ধতা। স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি জনগণের যে কোনো প্রয়োজনে তাদের পাশে দাঁড়ানো আমাদের অপরিহার্য কর্তব্য।

এর আগে সেনাবাহিনীর কোয়ার্টার মাস্টার জেনারেল প্যারেড গ্রাউন্ডে পৌঁছালে তাকে অভ্যর্থনা জানান বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টাল সেন্টারের কমান্ড্যান্ট মেজর জেনারেল মোহা. হোসাইন-আল-মোরশেদ।

এদিকে দীর্ঘ ৩৬ সপ্তাহের কঠোর প্রশিক্ষণ শেষে আজকের এ কুচকাওয়াজের মাধ্যমে একদল তরুণ রিক্রুট বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্ট এ নবীন সৈনিক হিসেবে যোগদান করলেন।

চলতি বছর সর্ব বিষয়ে সেনাবাহিনীর শ্রেষ্ঠ রিক্রুট হিসেবে বিবেচিত হয়েছেন রিক্রুট মিনহাজ হোসেন এবং দ্বিতীয় শ্রেষ্ঠ রিক্রুট হিসেবে বিবেচিত হন রিক্রুট আইনুর ইসলাম।

সেনাবাহিনীর রাজশাহী অঞ্চলের ঊর্ধ্বতন সামরিক ও অসামরিক কর্মকর্তারা আজকের কুচকাওয়াজ অনুষ্ঠান উপভোগ করেন।

বাংলাদেশ সময়: ১৮২১ ঘণ্টা, নভেম্বর ০৩, ২০২৪
এসএস/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।