ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

হাজারীবাগে কিশোর গ্যাংয়ের দুই সদস্য গ্রেপ্তার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৯ ঘণ্টা, নভেম্বর ৩, ২০২৪
হাজারীবাগে কিশোর গ্যাংয়ের দুই সদস্য গ্রেপ্তার

ঢাকা: রাজধানী হাজারীবাগ এলাকায় চুরি, ছিনতাই, মাদকসহ নানা অপরাধমূলক কাজে জড়িত কিশোর গ্যাংয়ের দুই সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তার দুজন হলেন সুমিত দাস (২২) ও তৈবুর রহমান রনিত (২২)।

রোববার (৩ নভেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, শনিবার (২ নভেম্বর) রাত আনুমানিক সাড়ে ১১টায় হাজারীবাগ থানাধীন গনকটুলির সিটি কলোনি এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে হাজারীবাগ থানা পুলিশ। তাদের নামে থানায় একাধিক মামলা রয়েছে।  

সম্প্রতি গ্রেপ্তার সুমিত ও রনিতসহ ওই কিশোর গ্যাংয়ের সদস্যরা মো. বিপ্লব ইসলাম প্রিন্স (২০) নামে এক যুবককে পূর্ব শত্রুতার জেরে মারধর করেছেন। পাশাপাশি ভুক্তভোগীর গলার চেইন ছিনিয়ে নিয়েছেন। এ ঘটনায় গত শুক্রবার (১ নভেম্বর) ভুক্তভোগী প্রিন্সের মা বিলকিস বেগম (৩৯) বাদী হয়ে হাজারীবাগ থানায় একটি মামলা করেন।

হাজারীবাগ থানা সূত্রের বরাত দিয়ে ডিসি মুহাম্মদ তালেবুর রহমান বলেন, গত ৩০ অক্টোবর রাত আনুমানিক সাড়ে ১০টায় বিলকিস বেগমের ছেলে মো. বিপ্লব ইসলাম প্রিন্স গনকটুলির সিটি কলোনি বৈলখানা গেটের সামনের রাস্তায় দাঁড়িয়ে থাকাকালে এজাহারনামীয় ছয়জনসহ অজ্ঞাতনামা ১০ থেকে ১৫ জন পূর্ব শত্রুতার জেরে তার ওপর হামলা করে। তারা লাঠি ও দেশীয় অস্ত্র দিয়ে বিপ্লবকে মারধর করে এবং তার গলায় থাকা স্বর্ণের চেইন ছিনিয়ে নেয়। ভুক্তভোগীর চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে উপস্থিত লোকজনের সহায়তায় ভুক্তভোগীর মা ভুক্তভোগীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান এবং চিকিৎসা করান। এ ঘটনায় তথ্যপ্রযুক্তির সহায়তায় এজাহারনামীয় আসামি সুমিত ও রনিতকে গ্রেপ্তার করে পুলিশ।

তিনি আরও জানান, গ্রেপ্তার দুজনেই হাজারীবাগ এলাকার কিশোর গ্যাংয়ের সক্রিয় সদস্য ও তাদের ১০ থেকে ১৫ জনের একটি গ্রুপ রয়েছে। তাদের গ্রুপের প্রধান ইয়াসিন। তারা দীর্ঘদিন ধরে হাজারীবাগ এলাকায় চুরি, ছিনতাই, মারামারি, মাদকসহ বিভিন্ন ধরনের অপরাধমূলক কাজের সঙ্গে জড়িত। গ্রেপ্তার দুজনসহ হাজারীবাগের এই কিশোর গ্যাংয়ের সদস্যদের বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে।

বাংলাদেশ সময়: ১৬২৯ ঘণ্টা, নভেম্বর ০৩, ২০২৪
এসসি/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।