ঢাকা, সোমবার, ১৫ বৈশাখ ১৪৩২, ২৮ এপ্রিল ২০২৫, ০০ জিলকদ ১৪৪৬

জাতীয়

টাঙ্গাইলে নিষিদ্ধ পলিথিন ব্যবহার করায় ৬ ব্যবসায়ীকে জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:০৪, নভেম্বর ৩, ২০২৪
টাঙ্গাইলে নিষিদ্ধ পলিথিন ব্যবহার করায় ৬ ব্যবসায়ীকে জরিমানা

টাঙ্গাইল: নিষিদ্ধ পলিথিন ব্যবহার করায় টাঙ্গাইলের সন্তোষ বাজারের ছয় ব্যবসায়ীকে মোট ১৬ হাজার ৫০০ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। সেই সঙ্গে ৪৪ কেজি পলিথিন জব্দ করা হয়েছে।

রোববার (০৩ নভেম্বর) দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফারজানা আক্তার ও মোহাইমিনুল ইসলাম এ অভিযান পরিচালনা করেন।  

এসময় পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক তুহিন আলম, সদর উপজেলা স্যানেটারি ইন্সপেক্টর ও খাদ্য পরিদর্শক সাহেদা বেগম এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, নিষিদ্ধ পলিথিন ব্যবহার ও মূল্য তালিকা না রাখায় ব্যবসায়ীদের জরিমানা করা হয়েছে। এর মধ্যে মনোরঞ্জন ও মো. আলমগীর নামে দুই ব্যবসায়ীকে পাঁচ হাজার টাকা করে, মো. আলিম, দীপক ও মো. রানাকে দুই হাজার টাকা করে এবং দীপককে ৫০০ টাকা জরিমানা করা হয়েছে। ভোক্তা অধিকার ও পরিবেশ আইনে তাদের জরিমানা করা হয়েছে। অন্য ব্যবসায়ী ও ক্রেতাদের সতর্ক করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৪০৩ ঘণ্টা, নভেম্বর ৩, ২০২৪
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।