ঢাকা, রবিবার, ৪ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

কুয়েতে গেছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন 

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৫ ঘণ্টা, নভেম্বর ৩, ২০২৪
কুয়েতে গেছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন 

ঢাকা: পররাষ্ট্র উপদেষ্টা মো.তৌহিদ হোসেন কুয়েতের উদ্দেশ্যে  রওয়ানা দিয়েছেন।  রোববার (৩ নভেম্বর) সকালে কুয়েতের ঢাকা ছেড়েছেন।

কাউন্টার টেররিজম বিষয়ে জাতিসংঘের উচ্চ পর্যায়ের সম্মেলনে যোগ দেবেন  পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।  সম্মেলনে সন্ত্রাসবাদ প্রতিরোধে বাংলাদেশের ভূমিকা ও অবস্থান তুলে ধরবেন তিনি। সেখানে বেশ কয়েকটি দেশের প্রতিনিধিদের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন।

সম্মেলন শেষে আগামী ৬ নভেম্বর দেশে ফিরবেন উপদেষ্টা।

বাংলাদেশ সময়: ১২৫৫ ঘণ্টা,  নভেম্বর ৩, ২০২৪  
টিআর 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।