ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

সাভারে মোটরসাইকেল মেকানিককে ছুরিকাঘাতে হত্যা

অতিথি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৩ ঘণ্টা, নভেম্বর ২, ২০২৪
সাভারে মোটরসাইকেল মেকানিককে ছুরিকাঘাতে হত্যা

সাভার (ঢাকা): ঢাকার সাভারে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সুশীল রাজবংশী (৪০) নামে এক মোটরসাইকেল মেকানিককে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় এক যুবককে আটক করেছে পুলিশ।

শনিবার (২ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে এসব তথ্য নিশ্চিত করেছেন সাভার সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শাহীনুর কবির। এর আগে গতকাল রাত ১২টার দিকে পৌরসভার জেলেপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত সুশীল রাজবংশী সাভার পৌরসভার ৪ নং ওয়ার্ডের জেলেপাড়া এলাকার রনজিৎ রাজবংশীর ছেলে। তিনি সাভারে এক মোটরসাইকেল গ্যারেজে মেকানিকের কাজ করতেন। আটক গণেশ রাজবংশী একই এলাকায় বসবাস করেন। তবে তার বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি।

নিহত সুশীল রাজবংশীর স্ত্রী বিউটি রাজবংশী বাংলানিউজকে বলেন, 'আমার স্বামীর গণেশের সঙ্গে কোনো সম্পর্ক ছিল না। গণেশ এক ব্যক্তির সঙ্গে ঝগড়া করছিল, এসময় আমার স্বামী গণেশকে বলেছে তুমি বয়োজ্যেষ্ঠ লোকের সঙ্গে বেয়াদবি করছো কেন। এ কথা বলার সঙ্গে সঙ্গে গণেশ উত্তেজিত হয়ে আমার স্বামীকে বলেছে তুই কে, এখানে কথা বলিস কেন। একথা বলেই চাকু দিয়ে আমার স্বামীর সারা শরীরে আঘাত করে। আমি গণেশের ফাঁসি চাই।  


তিনি আরও বলেন, 'আমরা গরিব মানুষ, আমার স্বামী কাজে গেলে আমরা খেতে পাই, কাজ না করলে না খেয়ে থাকতে হয়। ওরা আমার ৫ বছরের ছেলেকে এতিম করলো, আমাকে এতিম করলো। আমি খুনীদের কঠোর বিচার চাই।

সাভার সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শাহীনুর কবির বলেন, গতকাল রাত ১২টার দিকে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সুশীল রাজবংশীকে ছুরিকাঘাত করে হত্যা করে গণেশ নামে এক যুবক। ঘটনার পরপরই হত্যাকারী গণেশকে আটক করেছে পুলিশ। তার বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। প্রাথমিকভাবে গণেশ হত্যাকাণ্ডের কথা স্বীকার করেছে। হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরিটি আমরা উদ্ধার করেছি। আশা করি গণেশ আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেবে।

বাংলাদেশ সময়: ১৪৪৩ ঘণ্টা, নভেম্বর ২, ২০২৪
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।