ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

ভারতে যাওয়ার পথে ইমিগ্রেশনে আ.লীগ নেতা গ্রেপ্তার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৮ ঘণ্টা, নভেম্বর ১, ২০২৪
ভারতে যাওয়ার পথে ইমিগ্রেশনে আ.লীগ নেতা গ্রেপ্তার আওয়ামী লীগ নেতা মো. নোমান হোসেন

হবিগঞ্জ: হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলা আওয়ামী লীগ নেতা ও ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান মো. নোমান হোসেন ভারতে যাওয়ার সময় ইমিগ্রেশনে গ্রেপ্তার হয়েছেন।

শুক্রবার (১ নভেম্বর) বেলা ১২টার দিকে সিলেটের তামাবিল স্থলবন্দরের ইমিগ্রেশন পুলিশ তাকে গ্রেপ্তার করে গোয়াইনঘাট থানায় স্থানান্তর করে।

আওয়ামী লীগ নেতা নোমান হোসেন নবীগঞ্জের হাজী সেলিম উদ্দিনের ছেলে। নবীগঞ্জ থানায় তার নামে মামলা রয়েছে।

গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফায়েল আহমেদ বাংলানিউজকে জানান, নোমান হোসেন শুক্রবার বেলা ১২টার দিকে সিলেটের থামাবিল স্থলবন্দর দিয়ে ভারতে যাচ্ছিলেন। তখন স্থলবন্দর পুলিশ খোঁজ নিয়ে দেখে তার নামে নবীগঞ্জ থানায় মামলা রয়েছে। পরে সেখান থেকে তাকে আটক করে গোয়াইনঘাট থানায় নেওয়া হয়।

ওসি তোফায়েল আরও জানান, নোমান হোসেনকে গ্রেপ্তার করে নবীগঞ্জ থানায় বার্তা পাঠানো হয়েছে। সেখানকার পুলিশ গোয়াইনঘাট থানায় এসে তাকে নিয়ে যাবে। পরে হবিগঞ্জ আদালতে সোপর্দ করা হবে।

নবীগঞ্জ থানার ওসি কামাল হোসেন বাংলানিউজকে জানান, নোমান হোসেন হবিগঞ্জ সদরে একটি মামলার এজাহারনামীয় আসামি ও নবীগঞ্জে আরেকটি মামলার সন্দেহভাজন আসামি।

বাংলাদেশ সময়: ১৭১২ ঘণ্টা, নভেম্বর ১, ২০২৪
এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।