ঢাকা, রবিবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

আসামি ধরতে ধরতে গিয়ে হামলার শিকার ৬ পুলিশ সদস্য

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১০ ঘণ্টা, নভেম্বর ১, ২০২৪
আসামি ধরতে ধরতে গিয়ে হামলার শিকার ৬ পুলিশ সদস্য

চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে আদালতের পরোয়ানাভুক্ত আসামি আ.লীগ নেতা মিন্টু রহমানকে আটক করতে গিয়ে হামলার শিকার হয়েছে ছয় পুলিশ সদস্য।

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার বাঙ্গাবাড়ী ইউনিয়নের সন্তোষপুর বাজারে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন- গোমস্তাপুর থানার উপ-পরিদর্শক আবুল কালাম আজাদ, কনস্টেবল মানিক, আব্দুর রব ও শামিম হায়দার।
আহত আপর দুই পুলিশ সদস্য একটি বেসরকারি ক্লিনিকে চিকিৎসা নেওয়ায় তাদের নাম পরিচয় জানা সম্ভব হয়নি।  

বিষয়টি নিশ্চিত করেছেন অভিযানে নেতৃত্ব দেওয়া গোমস্তাপুর থানার উপ-পরিদর্শক আবুল কালাম আজাদ।

তিনি জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় তার নেতৃত্বে সাদা পোশাকের ছয় সদস্যের একটি পুলিশ দল আদালতের ওয়ারেন্টভুক্ত আসামি বাঙ্গাবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের ২ নম্বর ওয়ার্ড সভাপতি মিন্টু রহমানকে আটক করতে গেলে স্থানীয়রা পুলিশ সদস্যদের মারধর করে তাকে ছিনিয়ে নেয়। এসময় মারধরে তিনিসহ পাঁচজন পুলিশ সদস্য আহত হন। লোকজন তাদের ব্যবহৃত সিএনজি অটোরিকশা ভাঙচুর করে। পরে থানা থেকে অতিরিক্ত পুলিশ গিয়ে তাদের উদ্ধার করে। আহত পুলিশ সদস্যরা রাতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন।  

গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত চিকিৎসক ইসতিয়াক আহমেদ জানান, পুলিশ সদস্যরা রাত সাড়ে ৭টার দিকে এসে চিকিৎসা নিয়ে চলে গেছেন। এরমধ্যে চারজনের নাম পুলিশ কেইসের খাতায় লিখা রয়েছে। আহত পুলিশ সদস্যরা বর্তমানে রহনপুর পুলিশ তদন্ত কেন্দ্রে অবস্থান করছেন।  

এ বিষয়ে গোমস্তাপুর থানার বারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলামের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি কথা বলতে রাজি হননি।  

চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার রেজাউল করিম ও অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. আবুল কালাম সাহিদের মুঠোফোনে কল দেওয়া হলেও তারা ফোন রিসিভ করেননি।

বাংলাদেশ সময়: ১৫১০ ঘণ্টা, নভেম্বর ০১, ২০২৪
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।