ঢাকা, রবিবার, ৪ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

ছাঁটাইয়ের প্রতিবাদে বরিশালে শ্রমিকদের বিক্ষোভ

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৫ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০২৪
ছাঁটাইয়ের প্রতিবাদে বরিশালে শ্রমিকদের বিক্ষোভ

বরিশাল: গ্লোবাল হেভি কেমিক্যালস কোম্পানি থেকে বেআইনিভাবে আড়াইশ শ্রমিক ছাঁটাইয়ের প্রতিবাদে বরিশালে বিক্ষোভ।

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) বেলা ১১টায় নগরীর অশ্বিনী কুমার হলের সামনে গ্লোবাল হেভি কেমিক্যালস কোম্পানি থেকে বেআইনিভাবে ছাঁটাইকৃত শ্রমিক-কর্মচারীদের ব্যানারে এ কর্মসূচি পালন করা হয়।

গ্লোবাল হেভি কেমিক্যালসের সিনিয়র ইলেকট্রিশিয়ান মো. নাসির শেখ’র সভাপতিত্বে বিক্ষোভে বক্তারা বলেন, গত ২০ অক্টোবর বিনা নোটিশে গ্লোবাল হেভি কেমিক্যালস লিমিটেড মালিক কর্তৃপক্ষ হঠাৎ আড়াইশত শ্রমিককে বেআইনিভাবে ছাঁটাই ঘোষণা করে এবং একটি সাদা কাগজে সই রেখে কয়েক মাসের বেতন দিয়ে তাদের বিদায় করে দেয়। এ শ্রমিকরা দীর্ঘদিন এখানে চাকরি করার পর ও কোম্পানির কাছ থেকে শ্রম আইন অনুযায়ী কোনো গ্রাচুইটি, ছুটিভাতা, প্রভিডেন্ট ফান্ড, সার্ভিস বেনিফিট কিছুই পায়নি।

এ সময় বক্তারা আরও বলেন, এ শ্রমিকদের মধ্যে অনেকেই আছেন যারা এ কোম্পানির জন্মলগ্ন থেকে আজ পর্যন্ত অর্থাৎ ২০ বছরের অধিক সময় ধরে চাকরি করে আসছেন। ঢাকার কেরানিগঞ্জে এ কোম্পানিতে চাকরি দেওয়ার জন্য এদের সবাইকে বরিশাল থেকে এখানে নিয়োগ দেওয়া হয়েছিল। বিষাক্ত ক্লোরিন গ্যাস, কস্টিক সোডা, হাইড্রোক্লোরিক এসিডসহ বিভিন্ন ঝুঁকিপূর্ণ গ্যাস ও তরল এখানে প্রস্তুত করা হতো যা তৈরি করতে গিয়ে তাদের অনেককেই দীর্ঘ চাকরিজীবনে ছোটবড় দুর্ঘটনার শিকার হতে হয়েছে তবুও এ কোম্পানি এতদিন পর যেভাবে শ্রমিকদের চাকরিচ্যুত করেছে তা শুধু অমানবিক নয়, বেআইনিও। বৈষম্যবিরোধী আন্দোলনের মধ্য দিয়ে পাওয়া নতুন বাংলাদেশে শ্রমিকের সঙ্গে এ বৈষম্য মেনে নেওয়া যায় না। বক্তারা অবিলম্বে গ্লোবাল হেভি কেমিক্যালস কোম্পানির এ শ্রমিকদের চাকরিতে পুনর্বহাল করার দাবি জানান। অন্যথায় এ শ্রমিকদের শ্রম আইন অনুযায়ী যাবতীয় পাওনাদি পরিশোধ করে দেওয়ার দাবি জানান বিক্ষোভ থেকে।

বিক্ষোভ কর্মসূচিতে এ সময় আরও উপস্থিত ছিলেন, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) বরিশাল জেলার সমন্বয়ক ডা. মনিষা চক্রবর্ত্তী, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট এর দপ্তর সম্পাদক মো. শহিদুল হাওলাদার, বরিশাল রিক্সা-ভ্যান চালক-শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক শহিদুল শেখ, জেলার সংগঠক মো. রমজান আকন, অপসোনিন শ্রমিক-কর্মচারী সংগ্রাম পরিষদের সমন্বয়ক মো. রিয়াজুল ইসলাম রানা, গ্লোবাল হেভি কেমিক্যালস এর পক্ষে মো. নাসির শেখ, মো. তোফাজ্জেল হোসেন খাঁন, হাবিবুর রহমান, মো. সুজন মোল্লা, শামিম সর্দার, রিপন ও আনোয়ারসহ আরও অনেকে।

বাংলাদেশ সময়: ১৭১৫ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০২৪
এমএস/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।