ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

পোশাক শ্রমিকদের বিক্ষোভ

মিরপুর-১৪ নম্বরে যান চলাচল স্বাভাবিক 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৭ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০২৪
মিরপুর-১৪ নম্বরে যান চলাচল স্বাভাবিক 

ঢাকা: রাজধানীর মিরপুর-১৪ নম্বর কচুক্ষেতের রাস্তায় যান চলাচল স্বাভাবিক হয়েছে।  

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) সকাল ৮টার দিকে কচুক্ষেতের ‘গার্মেন্ট ক্রিয়েটিভ ডিজাইনার্স লি.’ নামে একটি পোশাক কারখানার শ্রমিকরা রাস্তা অবরোধ করে।

ওই এলাকার কাছাকাছি অন্যান্য গার্মেন্ট ভাঙচুরের চেষ্টা করে। কচুক্ষেত এলাকা রণক্ষেত্রে পরিণত হয়।  এতে ওই রাস্তায় যান চলাচল বন্ধ থাকে।

পরে যৌথ বাহিনীর সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলে দুপুর ১২ টার দিকে কচুক্ষেতের রাস্তায় যান চলাচল স্বাভাবিক হয়।

এ বিষয়ে ভাষানটেক থানার অফিসার ইনচার্জ (ওসি) ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহ মোহাম্মদ ফয়সাল জানান, পরিস্থিতি এখন স্বাভাবিক রয়েছে। গার্মেন্টস শ্রমিকরা রাস্তা থেকে চলে গেছে। আমরা তাদেরকে সরিয়ে দিয়েছি। বেলা ১২টার পর থেকে কচুক্ষেত এলাকায় আবারও যান চলাচল স্বাভাবিক হয়েছে। তবে যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়ানোর লক্ষ্যে ঘটনাস্থলে পুলিশসহ আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা মোতায়েন রয়েছেন।

সংঘর্ষের বিষয়ে প্রত্যক্ষদর্শীরা জানান, গার্মেন্টসের শ্রমিকরা বিভিন্ন দাবিতে মিরপুর-১৪ নম্বরের কচুক্ষেত রাস্তায় বিক্ষোভ করেন। এ সময় তারা রাস্তায় অবরোধের চেষ্টা করেন। পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা তাদের শান্ত করতে এলে প্রথমে তারা আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের লক্ষ্য করে ইট-পাটকেল ছুড়তে থাকেন। আত্মরক্ষায় পুলিশ লাঠিচার্জ করে। একপর্যায়ে সেনাবাহিনীর গাড়ি ও পুলিশের গাড়িতে ভাঙচুর চালানো হয়। একপর্যায়ে গাড়িতে আগুন ধরিয়ে দেন শ্রমিকরা।  

আগের নিউজের লিংক>> পোশাক শ্রমিকদের বিক্ষোভ, সেনাবাহিনী-পুলিশের গাড়িতে আগুন 
                                         মিরপুরে সংঘর্ষে ২ পোশাকশ্রমিক গুলিবিদ্ধ

 

বাংলাদেশ সময়: ১৩৪৭ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০২৪
এমএমআই/এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।