ঢাকা, রবিবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

দুর্নীতি প্রতিরোধে নাগরিক সমাজকে ভূমিকা রাখার আহ্বান  

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০২ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০২৪
দুর্নীতি প্রতিরোধে নাগরিক সমাজকে ভূমিকা রাখার আহ্বান  

রাঙামাটি: শোষণ ও দারিদ্র্যমুক্ত দেশ গঠন করতে সমাজের সব অনিয়ম ও দুর্নীতি প্রতিরোধে নাগরিক সমাজকে ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন দুর্নীতি দমন কমিশন (দুদক) চট্টগ্রামের বিভাগীয় পরিচালক আবুল হোসেন।

বুধবার (৩০ অক্টোবর) সকালে দুর্নীতি দমন কমিশন রাঙামাটি জেলা সমন্বিত কার্যালয়ে জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি আয়োজিত এক অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, দুর্নীতিমুক্ত দেশ গঠনে সব অনিয়ম দুর্নীতিকে প্রতিহত করতে সব নাগরিককে প্রতিরোধ গড়ে তুলতে হবে। তবেই দেশ শোষণ ও দারিদ্রমুক্ত হবে।   

এসময় দুর্নীতি দমন কমিশন রাঙামাটির সমন্বিত জেলা কার্যালয়ের উপরিচালক মো. জাহিদ কালাম, সহকারী পরিচালক রাজু আহমেদ, দুদক জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি মো. এনামুল হক হারুন ও সদস্য মনির হোসেনসহ অনেকে উপস্থিত ছিলেন।

পরে দুদক পরিচালক শহরের তবলছড়িতে রাঙামাটির সমন্বিত কার্যালয় পরিদর্শন করেন এবং দুদক কার্যালয়ের প্রবেশমুখে নবনির্বিত দুদকের নাম ফলক ও গেট উদ্বোধন করেন।

বাংলাদেশ সময়: ১৮০০ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০২৪
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।