ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

পল্লবীতে মাদক কারবারিদের গোলাগুলিতে প্রাণ গেল নারীর 

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪২ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০২৪
পল্লবীতে মাদক কারবারিদের গোলাগুলিতে প্রাণ গেল নারীর 

ঢাকা: রাজধানীর মিরপুর পল্লবী এলাকায় মাদক কারবারিদের মধ্যে গোলাগুলিতে এক নারী নিহত হয়েছেন। নিহত নারীর নাম আয়েশা আক্তার (২৬)।

বুধবার (৩০ অক্টোবর) বিকেল সোয়া তিনটার দিকে বাংলানিউজকে পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

তিনি জানান, মিরপুর পল্লবীর এলাকায় মাদক কারবারিদের মধ্যে গোলাগুলিতে বাসার সামনে থাকা এক নারীর মাথায় গুলি লাগলে ঘটনাস্থলেই তিনি মারা যান। নিহত নারীর নাম আয়েশা আক্তার (২৬)। পুলিশ ঘটনাস্থলে অবস্থান করছে।

একাধিক সূত্র থেকে জানা যায়, মাদক কারবারি মামুন অপর সন্ত্রাসী মোমিন নামে একজনকে গুলি করলে, সে গুলি গিয়ে ওই নারীর মাথায় লাগে।

তবে এ ব্যাপারে পল্লবী থানা পুলিশের কাছে জানতে চাওয়া হলে তারা জানান, এ বিষয়ে এখনই বিস্তারিত কিছুই জানা যায়নি।

বাংলাদেশ সময়: ১৫৪১ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০২৪
এজেডএস/জেএইচ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।