ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

নির্বাচিত সরকারের মেয়াদ চার বছর হওয়া উচিত: হাসান আরিফ

স্পেশাল করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৩ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০২৪
নির্বাচিত সরকারের মেয়াদ চার বছর হওয়া উচিত: হাসান আরিফ

ঢাকা: নির্বাচিত সরকারের মেয়াদ চার বছরের হওয়া উচিত বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং ভূমি মন্ত্রণালয়ের উপদেষ্টা এ এফ হাসান আরিফ।

বুধবার (৩০ অক্টোবর) সচিবালয়ে গণমাধ্যম কেন্দ্রে বিএসআরএফ সদস্যদের সঙ্গে মতবিনিময়ে এসব কথা জানান।

 

মতবিনিময় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএসআরএফ সভাপতি ফসীহ উদ্দীন মাহতাব এবং সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক মাসউদুল হক ৷

এ এফ হাসান আরিফ বলেন, আমাদের দেশে রাষ্ট্রীয় পরিচালনার যে দায়িত্ব সংবিধানে আছে পাঁচ বছরের। আমার ব্যক্তিগত ধারণা যে এটা চার বছর হওয়া উচিত। পৃথিবীর সবচেয়ে শক্তিধর রাষ্ট্রে যদি চার বছর হয় তাহলে আমাদের অসুবিধা কি। যে কমিশন আছে তারা এটা চিন্তা ভাবনা করবে, আলোচনা আসছে আসবে। এটা আমার ব্যক্তিগত মতামত যেহেতু এটা একটা মতবিনিময় অনুষ্ঠান।

উপদেষ্টা জানান, ইউনিয়ন পরিষদে প্রশাসক নিয়োগ দেওয়ার বিষয়ে অবস্থা অনুযায়ী পদক্ষেপ নেওয়া হবে এবং সিটি করপোরেশনগুলোতে স্থায়ী প্রশাসক নিয়োগ দেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে।

ছোট ছোট প্রতিষ্ঠানে দুই বছর তিন বছর পর পর নির্বাচন হওয়া উচিত মন্তব্য করে উপদেষ্টা বলেন, ইউনিয়ন পরিষদে কিন্তু একসময় তিন বছরের ছিল। পরবর্তীকালে এটিকে বাড়িয়ে পাঁচ বছর করা হয়েছে। এর কিন্তু ভালো ফলাফল আমরা পাইনি। পাঁচ বছর থাকার ফলে ইউনিয়ন পরিষদ যে কর্মক্ষমতা বেড়েছে, অভিজ্ঞতা বেড়েছে, মাঠ পর্যায়ে যে কাজের অবদান রয়েছে সে অবদান, কাজের পরিবেশ ভালো হয়ে গেছে, সব ধরনের পরিবেশ উন্নত হয়েছে পাঁচ বছরে দুই বছর অতিরিক্ত থাকার কারণে সেটার কোনো চিহ্ন আমরা পাইনি।

তিনি বলেন, এখানেও আমার ব্যক্তিগত মতামত যে এটা তিন বছর হলে ভালো হয়। তিন বছর হওয়া মানে পনেরো বছরে পাঁচজন পাঁচটি নির্বাচিত প্রতিনিধি এখানে আসবে। বেশি সংখ্যক এ প্রতিষ্ঠানগুলোতে অবদান রাখতে সক্ষম হবে। এটাও আমার ব্যক্তিগত মতামত। নিশ্চয়ই এটা আগামীতে আলাপ আলোচনার মাধ্যমে এ বিষয়গুলো সমাধার করা যাবে বলে আমি মনে করি।

বাংলাদেশ সময়: ১৫২৩ ঘণ্টা,অক্টোবর ৩০, ২০২৪
এসকে/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।