ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

উত্তরায় বাসচাপায় প্রাণ গেল বৃদ্ধার

সিনিয়র করেসপন্ডেন্ট   | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪২ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০২৪
উত্তরায় বাসচাপায় প্রাণ গেল বৃদ্ধার

ঢাকা: রাজধানীর উত্তরার আব্দুল্লাহপুরে বাসচাপায় অজ্ঞাতনামা ষাটোর্ধ্ব এক বৃদ্ধা নিহত হয়েছেন। ঘটনার পরপরই বাসটি জব্দ এবং এর চালককেও আটক করেছে পুলিশ।

বুধবার (৩০ অক্টোবর) সকাল সোয়া ১০টার দিকে উত্তরা আব্দুল্লাহপুর মোড়ে একটি সিএনজি ফিলিং স্টেশনের সামনের রাস্তায় এ দুর্ঘটনা ঘটে। উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক দুপুরের দিকে মৃত ঘোষণা করেন।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে উত্তরা পশ্চিম থানার উপপরিদর্শক (এসআই) সজিব হাসান জানান, স্থানীয়দের মাধ্যমে জানা গেছে, ওই নারী ভবঘুরে এবং ভিক্ষাবৃত্তি করতেন। সকালে রাস্তা পার হওয়ার সময় ওয়ান স্টার পরিবহনের একটি বাস তাকে চাপা দেয়। এতে গুরুতর আহত হন তিনি। খবর পেয়ে দ্রুত তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অবস্থার অবনতি হলে সেখান থেকে পরবর্তীতে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ পুলিশ কর্মকর্তা আরও জানান, ঘটনার পরপরই বাসটি জব্দ করা হয়েছে এবং এর চালককেও আটক করা হয়েছে। এ ঘটনায় সড়ক পরিবহন আইনে একটি মামলা প্রক্রিয়াধীন। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে রাখা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৪৪২ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০২৪
এজেডএস/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।