ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

সিলেটে আ. লীগের ২ নেতা গ্রেপ্তার

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪৭ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০২৪
সিলেটে আ. লীগের ২ নেতা গ্রেপ্তার

সিলেট: সিলেটে পৃথক অভিযানে আওয়ামী লীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। সোমবার (২৮ অক্টোবর) বেলা আড়াইটার দিকে ও পৌনে ২টার দিকে পৃথক অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।

 

গ্রেপ্তারকৃতরা হলেন, সিলেটের দক্ষিণ সুরমার মোগলাবাজার ইউনিয়নের চেয়ারম্যান, উপজেলা আওয়ামী লীগের সদস্য ও জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ফখরুল ইসলাম সায়েস্তা (৫০) এবং ওসমানীনগর উপজেলার পশ্চিম পৈলনপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক উজ্জ্বল (৩০)।

 র‌্যাব-৯ এর মিডিয়া ইউংয়ের সহকারী পুলিশ সুপার (মিডিয়া) মো. মশিহুর রহমান সোহেল স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।  

বিজ্ঞপ্তিতে জানানো হয়, সোমবার বেলা পৌনে ২টার দিকে মোগলাবাজার ইউনিয়ন অফিস থেকে চেয়ারম্যান ফখরুল ইসলাম সাইস্তাকে গ্রেপ্তার করা হয়। ২৩ আগস্ট নগরের দক্ষিণ সুরমা থানায় নাশকতা মামলার (নং-০৫(৮)’২৪) আসামি তিনি। গ্রেপ্তারকৃত মোগলাবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফখরুল ইসলাম সায়েস্তা ইউনিয়নের নইখাই কুতুবপুর এলাকার মৃত ইছহাক মিয়ার ছেলে।  

এছাড়া একই দিন বেলা আড়াইটার দিকে পৃথক আভিযানিনে নগরের পুরান ব্রিজ এলাকা থেকে উজ্জ্বলকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত উজ্জল সিলেটের ওসমানী নগর উপজেলার পশ্চিম পৈলনপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক ও একই ইউনিয়নের বড় হাজীপুর গ্রামের হাসিম উল্লাহ ছেলে।  

তিনি ১৮ সেপ্টেম্বর কোতোয়ালি থানায় দায়ের করা নাশকতা মামলার (নং-৩২(৯)’২৪) এজাহারনামীয় আসামি। পরবর্তীতে গ্রেপ্তারকৃত চেয়ারম্যান সাইস্তাকে দক্ষিণ সুরমা থানায় এবং উজ্জ্বলকে কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে।

বাংলাদেশ সময়: ০৯৪৫ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০২৪
এনইউ/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।