ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

ছাত্রলীগ নেতা হত্যা: সাবেক সমাজকল্যাণমন্ত্রীর ভাই গ্রেপ্তার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১১১ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০২৪
ছাত্রলীগ নেতা হত্যা: সাবেক সমাজকল্যাণমন্ত্রীর ভাই গ্রেপ্তার সাবেক সমাজকল্যাণমন্ত্রীর ছোট ভাই শামছুজ্জামান আহমেদ ভুট্টু

লালমনিরহাট: রংপুরের ছাত্রলীগ নেতা মাহমুদুল হাসান মুন্না হত্যা মামলায় সাবেক সমাজকল্যাণমন্ত্রীর ছোট ভাই শামছুজ্জামান আহমেদ ভুট্টুকে (৫৫) গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।

রোববার (২৭ অক্টোবর) রাতে লালমনিরহাটের কালীগঞ্জ বাজার থেকে তাকে গ্রেপ্তার করে ডিবি পুলিশের একটি দল।

গ্রেপ্তার শামছুজ্জামান আহমেদ ভুট্টু  কালীগঞ্জ উপজেলার তুষভান্ডার ইউনিয়নের কাশিরাম গ্রামের মৃত করিম উদ্দিন আহমেদের ছেলে এবং লালমনিরহাট-২ আসনের সাবেক সংসদ সদস্য সাবেক সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদের ভাই।  

লালমনিরহাট গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিরুল ইমলাম এসব তথ্য নিশ্চিত করেন।  

তিনি জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের চলাকালে গত ৪ আগস্ট সংঘর্ষে ছাত্রলীগের কাউনিয়া শাখার সাবেক উপ-পরিবেশ বিষয়ক সম্পাদক সাবেক মাহমুদুল হাসান মুন্নাসহ ৪ জন আ.লীগ নেতা নিহত হন।  

এ ঘটনায় গত ২৯ আগস্ট রংপুর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোতয়ালী আমলি আদালতে নিহতের বাবা কাউনিয়া উপজেলার বরুয়াহাট এলাকার আব্দুল মজিদ বাদী হয়ে ১২৮ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। সেই মামলায় ১৬ নম্বর এজাহারনামীয় আসামি শামছুজ্জামান আহমেদ ভুট্টুকে কালীগঞ্জ বাজার থেকে গ্রেপ্তার করা হয়েছে।  

বাংলাদেশ সময়: ০১০৬ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০২৪
এসএএইচ


 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।