ঢাকা, রবিবার, ৪ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

তসলিমা নাসরিন মিথ্যা তথ্য ছড়াচ্ছেন: প্রধান উপদেষ্টার প্রেস উইং

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৭ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০২৪
তসলিমা নাসরিন মিথ্যা তথ্য ছড়াচ্ছেন: প্রধান উপদেষ্টার প্রেস উইং

ঢাকা: উগ্রপন্থী সংগঠন হিযবুত তাহরীর ও আনসারুল্লাহ বাংলা টিমের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছে— বাংলাদেশি লেখিকা তসলিমা নাসরিনের এমন দাবির প্রেক্ষাপটে জবাব দিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং।

ফেসবুকে প্রধান উপদেষ্টার প্রেস উইং ফ্যাক্টস পেজে বলা হয়, উগ্রপন্থী সংগঠন হিযবুত তাহরীর এবং আনসারুল্লাহ বাংলা টিম বাংলাদেশে নিষিদ্ধ।

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার দেশের সব উগ্রপন্থী সংগঠনের প্রতি জিরো টলারেন্স নীতি বজায় রেখেছে।  

এতে আরও বলা হয়, সম্প্রতি বাংলাদেশি লেখিকা তসলিমা নাসরিন টুইটারে (বর্তমান এক্স) একটি পোস্ট করেছেন, যা আমাদের নজরে এসেছে। তিনি এ সপ্তাহের শুরুতে দাবি করেছেন, অন্তর্বর্তীকালীন সরকার দুটি গোষ্ঠীর ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিয়েছে। তার এ দাবি সত্য নয়।  

গত কয়েক দশকে নিষিদ্ধ ঘোষিত এ দুটি গোষ্ঠীসহ অন্যান্য উগ্রপন্থী সংগঠনের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার কোনো পরিকল্পনা বাংলাদেশ সরকারের নেই বলেও জানায় প্রধান উপদেষ্টার প্রেস উইং।

বাংলাদেশ সময়: ১৮৪১ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০২৪
এমইউএম/ আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।