ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

পঞ্চগড়ে ট্রেনে কাটা পড়ে স্কুলছাত্রের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৭ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০২৪
পঞ্চগড়ে ট্রেনে কাটা পড়ে স্কুলছাত্রের মৃত্যু

পঞ্চগড়: পঞ্চগড় সদর উপজেলায় ট্রেনে কাটা পড়ে অন্তর রায় বর্মন (১৫) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে।  

রোববার (২৭ অক্টোবর) সকাল ১১টায় পঞ্চগড় সদর উপজেলার মাগুড়া ইউনিয়নের বড়ব্রিজ নামক এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।

জানা গেছে, নিহত অন্তর মাগুড়া ইউনিয়নের ধ্বনি পাড়া গ্রামের বিরেন চন্দ্র রায়ের ছেলে। সে পঞ্চগড় করতোয়া কালেক্টর আদর্শ শিক্ষা নিকেতনের ৯ম শ্রেণীর শিক্ষার্থী।

মাগুড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জ্যোতিষ চন্দ্র রায় স্থানীয়দের বরাত দিয়ে বাংলানিউজকে বলেন, শব্দ শুনে আশপাশের লোকজন ঘটনাস্থলে ছুটে যায়। এসময় সাইকেলসহ ট্রেনে কাটা অবস্থায় স্কুল ইউনিফর্ম পরিহিত অবস্থায় শিশুটিকে দেখতে পান তারা। দ্রুত ইউনিয়ন পরিষদসহ পুলিশকে খবর দেওয়া হয়।

এ বিষয়ে পঞ্চগড় বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার মাসুদ পারভেজ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, সকালে কাঞ্চন কমিউটার ট্রেনটিতে পঞ্চগড়ের দিকে আসতেছিল। আসার পথে এই দুর্ঘটনাটি ঘটে। রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রাথমিক সুরতহাল তৈরি করে মরদেহ মর্গে পাঠিয়েছে।

বাংলাদেশ সময়: ১৫২৭ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০২৪
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।