ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

এক ঘণ্টার জন্য মাধ্যমিক শিক্ষা অফিসার কলেজছাত্রী রত্না মুণ্ডা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০২ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০২৪
এক ঘণ্টার জন্য মাধ্যমিক শিক্ষা অফিসার কলেজছাত্রী রত্না মুণ্ডা

খুলনা: মাত্র এক ঘণ্টার জন্য খুলনার কয়রা উপজেলায় মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হিসেবে প্রতীকী দায়িত্ব পালন করেছেন কলেজছাত্রী রত্না মুণ্ডা। রত্না মুণ্ডা কয়রা সরকারি মহিলা কলেজের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী।

প্ল্যান ইন্টারন্যাশনালের সহযোগিতায় ও পরিত্রাণের উদ্যোগে রোববার (২৭ অক্টোবর) সকাল ১০টায় কয়রা উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয়ে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।

উপকূলীয় জনপদ খুলনার কয়রায় টেকওভার শীর্ষক এক মতবিনিময় সভায় উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আবুল কালাম আজাদের কাছ থেকে এক ঘণ্টার জন্য প্রতীকী উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার দায়িত্ব নেন তিনি।

দায়িত্ব নিয়েই রত্না মুণ্ডা জলবায়ু পরিবর্তন এবং লবণাক্ততার কারণে ক্ষতিগ্রস্ত ও স্বাস্থ্য ঝুঁকিতে থাকা উপকূলের কিশোরীদের জন্য দিলেন প্রয়োজনীয় নির্দেশনা। তার এ নির্দেশনার মধ্যে ছিল উপকূলের কিশোরীদের জন্য স্যানেটারি ন্যাপকিন সরবরাহ, মুণ্ডা কমিউনিটিতে প্রজনন স্বাস্থ্য বিষয়ে আলোচনা করা, শিশু শ্রম বন্ধ, শিশু নির্যাতন, বাল্যবিয়ে বন্ধ, মুণ্ডা শিশু কিশোরদের উপবৃত্তি দেওয়া, শিক্ষার হার বাড়ানোসহ বিদ্যালয়ে স্বাস্থ্য উপকরণ বিতরণের কথা।

গার্লস টেকওভার শীর্ষক এ মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আবুল কালাম আজাদ।  

পরিত্রাণের প্রজেক্ট অফিসার আলাউদ্দিনের পরিচালনায় এতে বক্তব্য দেন- কপোতাক্ষ কলেজের সাবেক অধ্যাপক আ ব ম আ মালেক, সদর উদ্দিন আহমেদ, অ্যাডভোকেট আনিছুর রহমান, মো. আল আমিন ফরহাদ, উপজেলা এনসিটিএফের সভাপতি শিউলি মুণ্ডা প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৫০১ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০২৪
এমআরএম/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।