ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

গোবিন্দগঞ্জে দাঁড়িয়ে থাকা ট্রাকে ধাক্কা, পিকআপ চালক নিহত  

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট   | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৪ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০২৪
গোবিন্দগঞ্জে দাঁড়িয়ে থাকা ট্রাকে ধাক্কা, পিকআপ চালক নিহত

 

গাইবান্ধা: গাইবান্ধার গোবিন্দগঞ্জে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা ট্রাকের সঙ্গে সংঘর্ষে পিকআপ চালক রিপন মিয়া (২৮) নিহত হয়েছেন।  

রোববার (২৭ অক্টোবর) বেলা পৌনে ১১টার দিকে ঢাকা-রংপুর মহাসড়কে ইপজেলার কোমরপুর বৈঠাখালি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত পিকআপ চালক রিপন মিয়া ঢাকার মিরপুর এলাকার মাজার রোডের ছোলেমান মাতুব্বরের ছেলে।

স্থানীয়রা জানান, বগুড়াগামী একটি পিকআপ দ্রুতগতিতে যাওয়ায় সময় বৈঠাখালি এলাকায় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাককে ধাক্কা দেয়। এতে পিকআপটির সামনের অংশ ভেঙে ট্রাকের সঙ্গে আটকে যায়। এ সময় পিকআপ চালক রিপন মিয়া ড্রাইভিং সিটে আটকা পড়ে ঘটনাস্থলেই মারা যায়।

খবর পেয়ে পলাশবাড়ী ফায়ার সার্ভিসের ইনচার্জ রবিউল ইসলামের নেতৃত্বে একটি দল আটকা পড়া পিকআপ থেকে চালকের মরদেহ উদ্ধার করে।

পরে গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার পুলিশ ক্ষতিগ্রস্ত পিকআপ ও চালকের মরদেহ হাইওয়ে থানায় নিয়ে আসে।

গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ শরিফুল ইসলাম দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১৪৩৪ ঘণ্টা, ২৭ অক্টোবর ২০২৪
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।