ঢাকা, রবিবার, ৪ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

সুষ্ঠু ট্রাফিক ব্যবস্থাপনায় মাঠে নেমে নতুন উদ্যোগ নিলেন আরএমপি কমিশনার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২১২ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০২৪
সুষ্ঠু ট্রাফিক ব্যবস্থাপনায় মাঠে নেমে নতুন উদ্যোগ নিলেন আরএমপি কমিশনার

রাজশাহী: রাজশাহী মহানগরীর অসহনীয় যানজট নিয়ন্ত্রণে নতুন উদ্যোগ গ্রহণ করলেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান।

রাজশাহী মহানগরীর সুষ্ঠু ট্রাফিক ব্যবস্থাপনায় নিজেই মাঠে নামেন পুলিশ কমিশনার।

শুক্রবার (২৫ অক্টোবর) তিনি মহানগরীর সাহেববাজার জিরোপয়েন্ট এলাকায় যান। সেখানে মহানগরীর সুষ্ঠু ট্রাফিক ব্যবস্থাপনা এবং ওই এলাকার যানজট নিরসনের লক্ষ্যে পুলিশ কমিশনার সিনিয়র সিটিজেন ফোরাম ও সাহেববাজার কেন্দ্রীক মার্কেটগুলোর প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করেন।

আলোচনার প্রেক্ষিতে মহানগরীর সাহেববাজার জিরোপয়েন্ট কেন্দ্রীক ট্রাফিক ব্যবস্থার সুষ্ঠু পরিচালনা এবং এ এলাকার যানজট নিরসনের লক্ষ্যে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) কমিশনার বেশকিছু ট্রাফিক পরিকল্পনা গ্রহণ করেন। যা শনিবার (২৬ অক্টোবর) থেকেই কার্যকর হবে।

পরিকল্পনাগুলোর মধ্যে রয়েছে- মহানগরীর মূল সড়কের দুপাশে এবং শপিং মলের সামনে আর কোনো গাড়ি পার্কিং করা যাবে না। সাহেববাজার বড় মসজিদের সামনের খালি জায়গা শুধু ব্যক্তিগত গাড়ি পার্কিংয়ের জন্য ব্যবহার হবে। কোনো হকার থাকবে না। সাহেববাজার জিরোপয়েন্ট থেকে গণকপাড়া মোড় পর্যন্ত রাস্তার ডানপাশে ভ্রাম্যমাণ হকার বা দোকান বসতে পারবে। সোনাদিঘির মসজিদ মোড় থেকে সমবায় মার্কেট রোড হয়ে আনাস মঞ্জিল এবং সেখান থেকে বামদিকে গণকপাডা মোড় পর্যন্ত একমুখী যানবাহন চলাচল করবে। মালোপাডা সড়ক থেকে সমবায় মার্কেট রোড সংযোগ সড়ক (বিএনপি অফিস ও ভুবন মোহন পার্কের পাশের রাস্তায়) একমুখী যানবাহন চলাচল করবে। গণকপাডা মোড় থেকে কোনো যানবাহন আর সাহেববাজার জিরোপয়েন্টের দিকে আসতে পাববে না। এছাড়া সাহেববাজারমুখী যানবাহনসমূহ মহানগরীর গণকপাড়া রোড দিয়ে ঘুরে আসবে।

সুষ্ঠু ট্রাফিক ব্যবস্থাপনার স্বার্থে নতুন নির্দেশনা মেনে চলতে মহানগরবাসীর প্রতি অনুরোধ করা হয়েছে। না হলে আইন অমান্যকারীদের বিরুদ্ধে ট্রাফিক পুলিশ আইনানুগ ব্যবস্থা নেবে বলেও সংশ্লিষ্ট সূত্রে জানানো হয়েছে। #

বাংলাদেশ সময়: ২২১০ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০২৪
এসএস/জেএইচ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।