ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর গাড়িবহরে হামলার মামলায় সাবেক ভাইস চেয়ারম্যান কারাগারে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৪৭ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০২৪
সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর গাড়িবহরে হামলার মামলায় সাবেক ভাইস চেয়ারম্যান কারাগারে জহিরুল ইসলাম জুয়েলে

পটুয়াখালী: পটুয়াখালীর মির্জাগঞ্জে দলীয় কর্মসূচিতে অংশ নেওয়ার সময় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান আলতাফ হোসেন চৌধুরীর গড়িবহরে হামলা ও ভাঙচুরের ঘটনায় উপজেলা পরিষদের সাবেক ভাইস -চেয়ারম্যান ও আওয়ামী লীগের সদস্য জহিরুল ইসলাম জুয়েলের জামিন নামঞ্জুর করেছেন আদালত।  

বৃহস্পতিবার (২৪ অক্টোবর) পটুয়াখালীর চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, হামলার ঘটনায় গাড়ি চালক আলমগীর হোসেন বাদী হয়ে এ বছরে ২৬ আগস্ট মির্জাগঞ্জ থানায় একটি এজাহার দায়ের করেন।  

এজাহারে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও শ্রমিক লীগের ১০২ জন নেতাকর্মীর নাম উল্লেখ করা হয়েছে। একই সঙ্গে এ ঘটনায় অজ্ঞাতনামা আসামি করা হয়েছে আরও ৫০-৬০ জনকে।  

এই মামলায় এজাহার নামীয় ৮ নম্বর আসামি জুয়েল। উচ্চ আদালত থেকে আগাম জামিন এনেছিলেন তিনি। জামিনের মেয়াদ শেষ হওয়ায় আজ তিনিসহ আওয়ামী লীগের ১০ নেতাকর্মী আত্মসমর্পণ করে চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে জামিন চান। তাদের মধ্যে একজনের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০২৩ সালের ৮ এপ্রিল বিএনপির কেন্দ্র ঘোষিত উপজেলা পর্যায়ের অবস্থান কর্মসূচি ছিল উপজেলার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সামনে। কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আলতাফ হোসেন চৌধুরীর নেতৃত্বে কাঁঠালতলী থেকে নেতাকর্মীরা এ কর্মসূচিতে যোগ দিতে যাওয়ার পথে বেলা ১১টার দিকে উপজেলার সুবিদখালী তিন রাস্তার মোড়ে হামলার ঘটনা ঘটে। এতে উপজেলা ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক মো. নাজমুল মৃধা ও সদস্য মো. আল-আমিন এবং উপজেলা মহিলা ভাইস-চেয়ারম্যান হাসিনা বেগম আহত হন। এ সময় একটি মাইক্রোবাস এবং বেশ কয়েকটি মোটরসাইকেল ভাঙচুর করা হয়।

বাংলাদেশ সময়: ০০৪০ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০২৪
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।