ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

৩ বছর পর পরাজিত প্রার্থীকে ইউপি চেয়ারম্যান ঘোষণা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৫ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০২৪
৩ বছর পর পরাজিত প্রার্থীকে ইউপি চেয়ারম্যান ঘোষণা মনিরুজ্জামান টিটু

পটুয়াখালী: পটুয়াখালী সদর উপজেলার মরিচবুনিয়া ইউনিয়ন পরিষদে (ইউপি) চেয়ারম্যান পদের তিন বছর আদালতের আদেশে ভোট পুনর্গণনায় নতুন চেয়ারম্যান হয়েছে মনিরুজ্জামান টিটু।

২০২১ সালের ১১ নভেম্বর পটুয়াখালী সদর উপজেলার মরিচবুনিয়া ইউপির নির্বাচন অনুষ্ঠিত হয়।

ফলাফলে সন্তুষ্ট হতে না পেরে পটুয়াখালী নির্বাচনী ট্রাইব্যুনাল আদালতে মামলা দায়ের করেছিলেন মনিরুজ্জামান টিটু।

তিন বছর পর ট্রাইব্যুনালের বিচারক সিনিয়র সহকারী জজ রাসেল মজুমদারের আদালতের আদেশে প্রায় ৯০০ ভোটের ব্যবধানে মনিরুজ্জামান টিটুকে জয়ী ঘোষণা করে।

মঙ্গলবার (২২ অক্টোবর) এ রায় ঘোষণা করা হয়। তবে ঘটনাটি বৃহস্পতিবার (২৪ অক্টোবর) জানা জানি হয়।  

জানা গেছে, মনিরুজ্জামান টিটু আনারস প্রতীক নিয়ে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করেন। ভোটগ্রহণ শেষে প্রিসাইডিং কর্মকর্তা মাসুম মৃধাকে জয়ী ঘোষণা করা হয়। এ নিয়ে প্রতিপক্ষ মনিরুজ্জামান টিটু আপত্তি তোলেন এবং নির্বাচনী ট্রাইব্যুনালে মামলা করেন। বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট মো. রুহুল আমিন এসব তথ্য নিশ্চিত করেন।  

তিনি বলেন, আদালতের পুনর্গণনায় আনারস প্রতীকের মনিরুজ্জামান টিটু ২ হাজার ৭৯৪ ভোট এবং নৌকা প্রতীকের মাসুম মৃধা ১ হাজার ৮৭৬ ভোট পেয়েছেন।

আদালতের রায়ে সন্তুষ্টি জানিয়ে নবনির্বাচিত চেয়ারম্যান মনিরুজ্জামান টিটু বলেন, ২০২১ সালে নির্বাচনে জয়ী হয়েছিলেন। কিন্তু তাকে পরাজিত দেখানো হয়েছিল। তিনি দোষী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। একই সঙ্গে দ্রুত সময়ের মধ্যে আদালতের রায়কে আমলে নিয়ে নতুন গেজেটে ইউপি চেয়ারম্যান হিসেবে তার নাম ঘোষণার দাবি জানিয়েছেন।

বর্তমান ইউপি সদস্য মাসুম মৃধা বলেন, ‘আমি আদালতের এই রায়ের বিরুদ্ধে আপিল করব। ২০২১ সালের নির্বাচনে ভোট গণনার সময় সংশ্লিষ্ট কর্মকর্তারা ভোট গণনা করে আমাকে জয়ী ঘোষণা করেছিলেন। আমি প্রায় তিন বছর ইউপি চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছি। ’

বাংলাদেশ সময়: ১৬৫৩ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০২৪
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।