ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

মাটিরাঙ্গায় বিজিবির হাতে ভারতীয় নাগরিকসহ আটক ২

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪২ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০২৪
মাটিরাঙ্গায় বিজিবির হাতে ভারতীয় নাগরিকসহ আটক ২

খাগড়াছড়ি: খাগড়াছড়ি মাটিরাঙ্গা সীমান্ত থেকে রনি দাশ (৩২) নামে ভারতীয় এক নাগরিকসহ আরেক যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আটককৃতরা হলেন, রনি দক্ষিণ ত্রিপুরার বেলুনিয়ার রাজনগর এলাকার ললিতা দাশের ছেলে এবং সাইফুল ইসলাম (২৪)।



বুধবার (২৩ অক্টোবর) মাটিরাঙ্গার পুরাতন ধর্মরামবাড়ী নামক এলাকা থেকে অবৈধভাবে সীমান্ত পারাপারের সময় রনিকে আটক করা হয়।  

জানা যায়, সাইফুলের সহযোগিতায় ভারতীয় নাগরিক রনি অবৈধভাবে ভারতে প্রত্যাবর্তনের জন্য সীমান্ত এলাকায় অবস্থান করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে ৪০ বিজিবির শফিটিলা বিওপির নায়েব সুবেদার মো. মোশাররফ হোসেনের নেতৃত্বে পরিচালিত অভিযানে দুইজনকে আটক করা হয়। এ সময় রনির কাছ থেকে ভারতীয় কাগজপত্র ও নগদ টাকা এবং সাইফুলের কাছ থেকে একটি মোটরসাইকেল ও নগদ টাকা জব্দ করা হয়। তাদের মাটিরাঙ্গা থানায় হস্তান্তর করা হয়েছে।  

৪০ বিজিবির ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর আফিক হাসান বলেন, সীমান্তে দায়িত্বপূর্ণ এলাকায় যেকোনো ধরনের অবৈধ কাজসহ অনুপ্রবেশ রোধকল্পে বিজিবি সদস্যরা সীমান্তের অতন্দ্র প্রহরী হিসেবে সদা প্রস্তুত থাকবে।

বাংলাদেশ সময়: ১৫৩৮ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০২৪
এডি/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।