ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

ভিওআইপি যন্ত্রপাতি দিয়ে অবৈধ টেলিযোগাযোগ, আটক ১

অতিথি করেসপন্ডেন্ট, সাভার (ঢাকা) | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩১ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০২৪
ভিওআইপি যন্ত্রপাতি দিয়ে অবৈধ টেলিযোগাযোগ, আটক ১

ঢাকা: সাভারে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৪) ও বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) যৌথ অভিযানে ভিওআইপির অবৈধ রাউটিংয়ের মাধ্যমে সরকারি রাজস্ব ফাঁকির মূলহোতা নাজমুল হুদাকে (৪২) আটক করা হয়েছে।

বৃহস্পতিবার (২৪ অক্টোবর) দুপুর দেড়টার দিকে এসব তথ্য নিশ্চিত করেছেন র‍্যাব-৪ কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট জালিস মাহমুদ খান।

এর আগে ভোরে সাভারের উলাইল এলাকা থেকে নাজমুল হুদাকে আটক করা হয়।

নাজমুল সাভারের উলাইল এলাকার বাসিন্দা। তিনি ভিওআইপির অবৈধ রাউটিংয়ে মাধ্যমে সরকারি রাজস্ব ফাঁকি দেওয়ার মূল হোতা বলে নিশ্চিত করেছে সংশ্লিষ্টরা।

গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব জানতে পারে, উলাইল এলাকায় দীর্ঘদিন ভিওআইপির অবৈধ রাউটিং ব্যবহার করে সরকারি রাজস্ব ফাঁকি দিয়ে বিপুল অর্থ হাতানোর উদ্দেশ্যে অবৈধ রাউটিং ব্যবসা পরিচালনা হচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার ভোরে র‌্যাব-৪ ও বিটিআরসির যৌথ অভিযানিক দল উলাইলে অভিযান চালায়। এ সময় ভিওআইপির বিপুল সরঞ্জামসহ অবৈধ রাউটিং ব্যবসার মূলহোতা নাজমুল হুদাকে আটক করা হয়।

র‍্যাব-৪ কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট জালিস মাহমুদ খান বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে নাজমুল হুদা ৬ বছর ধরে ভিওআইপির অবৈধ রাউটিং ব্যবসা পরিচালনা করছেন বলে স্বীকার করেছেন। তিনি বিটিআরসি থেকে লাইসেন্স গ্রহণ ব্যতীত অবৈধ ভিওআইপি যন্ত্রপাতি ও স্থাপনা তৈরি করে অবৈধভাবে টেলিযোগাযোগ ব্যবসা পরিচালনা করছিলেন।

নাজমুল হুদা চালিত সফটওয়্যারভিত্তিক সুইচের মাধ্যমে টেলিযোগাযোগ ব্যবস্থা স্থাপন করে অবৈধভাবে আন্তর্জাতিক কল রাউট করতেন। অবৈধ ভিওআইপি সরঞ্জামাদির মাধ্যমে টেলিযোগাযোগ সেবা প্রদানের ক্ষেত্রে রাজস্ব ফাঁকি দিয়ে যান্ত্রিক, ভার্চুয়াল এবং সফটওয়্যারভিত্তিক কৌশল অবলম্বন করে অবৈধভাবে ভিওআইপি সেবা দিচ্ছিলেন। এতে সরকার বিপুল রাজস্ব থেকে বঞ্চিত হয়। এ ব্যাপারে আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৫৩১ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০২৪
এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।