ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

মোহাম্মদপুর জেনেভা ক্যাম্পে ককটেল বিস্ফোরণে আহত ২

সিনিয়র করেসপন্ডেন্ট   | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৬ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০২৪
মোহাম্মদপুর জেনেভা ক্যাম্পে ককটেল বিস্ফোরণে আহত ২

ঢাকা: রাজধানীর মোহাম্মদপুর জেনেভা ক্যাম্পে ককটেল বিস্ফোরণে ২ যুবক আহত হয়েছেন। আহতরা হলেন মোটর মেকানিক ওমর ফারুক (২০) ও মাংসের দোকানের কর্মচারী মো. লিটন (৩০)।

বৃহস্পতিবার (২৪ অক্টোবর) বেলা ১১টার দিকে এ ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহত লিটনকে হাসপাতালে নিয়ে আসা ভগ্নিপতি মুরাদ হোসেন জানান, গতরাত থেকেই ক্যাম্পের ভেতর মাদক কারবারিদের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ চলছিল। সকালে লিটন যখন কাজে যাচ্ছিল তখন কামাল বিরিয়ানির গলিতে ককটেল বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা। এতে তার পায়ে গুরুতর আঘাত লাগে। উদ্ধার করে প্রথমে শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে দুপুরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়।

লিটনের ভাই ফয়সাল জানান, গত ছয়মাস ধরে তাদের জেনেভা ক্যাম্পে মাদক কারবারি নিয়ে সংঘর্ষ চলছে। আজ ভোর থেকে ক্যাম্পের ভেতরে চুয়া সেলিম ও বুনিয়ে সোহেল দুই গ্রুপের সংঘর্ষ বাধে। সেখানে ককটেল বিস্ফোরণ ঘটে। এতে তারা আহত হয়।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, দুজনেরই পায়ে আঘাত রয়েছে। জরুরি বিভাগে তাদের চিকিৎসা চলছে।

বাংলাদেশ: ১৪২৫ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০২৪
এজেডএস/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।