ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

সৌদি আরবে যাওয়ার পরদিনই দুর্ঘটনায় প্রাণ হারালেন বাংলাদেশি যুবক 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৮ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০২৪
সৌদি আরবে যাওয়ার পরদিনই দুর্ঘটনায় প্রাণ হারালেন বাংলাদেশি যুবক  মো. কবির

জামালপুর: সৌদি আরবে যাওয়ার পরদিন কাজে যাওয়ার সময় সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন জামালপুরের মাদারগঞ্জ উপজেলার বাসিন্দা মো. কবির (২৫)।  

বধুবার (২৩ অক্টোবর) সকালে সৌদি আরবের আল ফাহাদ নামে একটি প্রতিষ্ঠানে কাজ করতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় মৃত্যু হয় তার।

কবির জামালপুরের মাদারগঞ্জ উপজেলার জোড়খালী ইউনিয়নের রামচন্দ্রপুর এলাকার শওকত আলীর ছেলে।  

নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, গত সোমবার (২১ অক্টোবর) বাংলাদেশ থেকে সৌদি আরবে যান কবির। বুধবার সকালে তিনি প্রথম দিনের মতো কাজে যাওয়ার পথে সড়কে মাইক্রোবাসের ধাক্কায় আহত হন। পরে উদ্ধার করে সৌদি আরবের একটি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মাদারগঞ্জ উপজেলার জোড়খালী ইউনিয়ন পরিষদের ২ নম্বর ওয়ার্ডের সদস্য মো. সাজেল বলেন, কবির পড়াশোনা করেও চাকরি না পেয়ে বাড়িতেই ছিলেন। পরিবারের অবস্থা ভালো না থাকায় সচ্ছলতা ফেরাতে ও নিজের কষ্ট দূর করতে দুইদিন আগে সৌদি আরবে যান। কবিরের বাবা শওকত আলীও সৌদি আরবেই থাকেন। বুধবার সকালে কবিরের কাজে যোগদানের প্রথম দিন ছিল। কাজে যাওয়ার পথেই সড়ক দুর্ঘটনায় মারা যান তিনি।  

বাংলাদেশ সময়: ২১৫৭ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০২৪
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।