ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

ঘূর্ণিঝড় দানা: ভোলার ৫ রুটে লঞ্চ চলাচল বন্ধ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩২ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০২৪
ঘূর্ণিঝড় দানা: ভোলার ৫ রুটে লঞ্চ চলাচল বন্ধ

ভোলা: ঘূর্ণিঝড় দানার প্রভাবে নদী উত্তাল থাকায় ভোলার অভ্যন্তরীণ ও দূরপাল্লার ৫ রুটের লঞ্চ চলাচল বন্ধ করে দিয়েছে বিআইডব্লিটিএ।

বুধবার (২৩ অক্টোবর) বিকাল ৩ টা এ নির্দেশনা দেওয়া হয়।

ভোলা নদী বন্দরের উপ-পরিচালক শহিদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে জানান, হাতিয়া-ঢাকা, ভোলা-লক্ষ্মীপুর, ভোলা-আলেকজেন্ডার, তজিমদ্দিন-মনপুরা ও চরফ্যাশনের বেতুয়া -মনপুরার রুটে লঞ্চ চলাচল পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে।

সমুদ্র বন্দরে ৩ নং সতর্কতা সংকেত থাকায় নদী উত্তাল রয়েছে। দুর্ঘটনার ঝুঁকি এড়াতে এমন নির্দেশনা দেওয়া হয়েছে।

এদিকে সকাল থেকে ভোলার উপকূলে বৈরীভাব বিরাজ করছে। জেলাজুড়ে বৃষ্টিপাত হয়েছে। গুমোট পরিস্থিতি বিরাজ করায় আতঙ্কিত উপকূলের মানুষ।

বাংলাদেশ সময়: ১৬২৯ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০২৪
এসএএইচ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।