ঢাকা, রবিবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

আশুলিয়ায় ছাত্র হত্যা মামলায় রনি ভুঁইয়া গ্রেপ্তার

অতিথি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৮ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০২৪
আশুলিয়ায় ছাত্র হত্যা মামলায় রনি ভুঁইয়া গ্রেপ্তার গ্রেপ্তার রানি ভুঁইয়া

সাভার (ঢাকা): যৌথ অভিযানে ঢাকার সাভারের আশুলিয়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে প্রকাশ্যে আগ্নেয়াস্ত্র ব্যবহার, একাধিক হত্যা এবং অস্ত্র মামলার আসামি রনি ভুইয়াকে (৩০) গ্রেপ্তার করেছে র‍্যাব।

বুধবার (২৩ অক্টোবর) দুপুরে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন সিপিসি-২, র‍্যাব-৪ এর কোম্পানি কমান্ডার জালিস মাহমুদ খাঁন।

এর আগে র‍্যাব-৪ ও র‍্যাব-১ এর যৌথ অভিযানে গতকাল রাতে ঢাকার উত্তরা পশ্চিম থানার ১৩ নম্বর সেক্টর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার রনি ভুঁইয়া আশুলিয়ার জামগড়া এলাকার বকুল ভুঁইয়ার ছেলে। তার বাবা বিএনপি নেতা হলেও তিনি যুবলীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন।

র‍্যাব জানায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গত ৫ আগস্ট আসামি রনি ভুইয়ার নেতৃত্বে নিরীহ ছাত্র-জনতার ওপর প্রকাশে আগ্নেয়াস্ত্র ব্যবহার করা হয়। এ ঘটনায় বাইপাইল থেকে থানা রোড এলাকায় বেশ কয়েকজন ছাত্র-জনতার মৃত্যু হয়। পরবর্তীতে নিহত ছাত্র-জনতার পরিবারের সদস্যরা বাদী হয়ে রনিসহ জড়িতদের বিরুদ্ধে হত্যা মামলা করেন। মামলা দায়ের পর থেকে আসামি রনি ভুইয়া রাজধানীর বিভিন্ন এলাকায় আত্মগোপন করে।  
র‍্যাব আরও জানায়, দলীয় প্রভাব বিস্তার করে সস্ত্রাসী, চাঁদাবাজি ও ভূমি দখলসহ নানা অপরাধমূলক কার্যক্রমের সঙ্গে তিনি জড়িত বলে তার বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে।

সিপিসি-২, র‍্যাব-৪ এর কোম্পানি কমান্ডার জালিস মাহমুদ খাঁন বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার রনি ভূইয়া আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি বলে স্বীকার করেছেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় প্রভাব বিস্তার করে প্রকাশ্যে আগ্নেয়াস্ত্র ব্যবহার করে আন্দোলন প্রতিহত করার চেষ্টা করেছেন বলেও তিনি স্বীকার করেন। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

বাংলাদেশ সময়: ১৪৩৭ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০২৪
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।