ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

খুলনায় বর্ণাঢ্য আয়োজনে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৯ ঘণ্টা, অক্টোবর ২২, ২০২৪
খুলনায় বর্ণাঢ্য আয়োজনে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত জাতীয় নিরাপদ সড়ক দিবসে র‌্যালি।

খুলনা: খুলনায় বর্ণাঢ্য আয়োজনে জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২৪ পালিত হয়েছে। অষ্টমবারের মতো মঙ্গলবার (২২ অক্টোবর) জাতীয় নিরাপদ সড়ক দিবস পালন করা হয়েছে।

‘ছাত্র জনতার অঙ্গীকার, নিরাপদ সড়ক হোক সবার‘ প্রতিপাদ্যে এবার পালিত হয়েছে দিবসটি।

সকাল ৯টায় দিবসটি উপলক্ষে খুলনার প্রাণ কেন্দ্র ময়লাপোতার মোড়ে র‌্যালি ও সমাবেশের আয়োজন করে নিরাপদ সড়ক চাইয়ের (নিসচা) খুলনা মহানগর শাখা।

খুলনা মহানগর শাখার সভাপতি শেখ মো. নাসির উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান মুন্নার সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত খুলনা বিভাগীয় কমিশনার (উন্নয়ন) আবু সায়েদ মো. মনজুর আলম।  

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিআরটিএর খুলনা বিভাগীয় পরিচালক প্রকৌশলী মো. জিয়াউর রহমান, বাংলাদেশ ফেডারেশন সাংবাদিক ইউনিয়নের সহকারী মহাসচিব এহতেশামুল হক শাওন, দৈনিক কালের কণ্ঠের খুলনা ব্যুরো প্রধান এইচ এম আলাউদ্দিন, বিআরটিএর খুলনা সার্কেলের সহকারী পরিচালক ইঞ্জিনিয়ার তানভীর আহমেদ ও খুবি শিক্ষার্থী প্রধান ট্রাফিক কন্ট্রোলিং সমন্বয়ক খুলনা মহানগর মো. নাঈম মল্লিক।

এ সময় উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন খুলনা মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার (ট্রাফিক প্রশাসন) খন্দকার হোসেন আহমেদ, সহকারী কমিশনার (ট্রাফিক দক্ষিণ) মো. ওলিউজ্জামান, খুলনা নাগরিক সমাজের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আ ফ ম মহসীন, সদস্য সচিব অ্যাডভোকেট বাবুল হাওলাদার, খুলনা পোল্ট্রি ফিশ ফিড শিল্প মালিক সমিতির মহাসচিব এস এম সোহরাব হোসেন, বৃহত্তর আমরা খুলনাবাসীর সভাপতি ডা. নাসির উদ্দিন, সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান খোকন, আমরা বৃহত্তর খুলনাবাসীর সাধারণ সম্পাদক রোটারিয়ান সরদার আবু তাহের, কেডিএসের সভাপতি আব্দুস সালাম শিমুল, সিনিয়র সহ-সভাপতি আজিজুর রহমান মিনা, খুলনা উন্নয়ন আন্দোলনের যুগ্ম মহাসচিব তরিকুল ইসলাম কাবির, দক্ষিণ অঞ্চল উন্নয়ন পরিষদের মহাসচিব ইঞ্জিনিয়ার রুহুল আমিন হাওলাদার, গণসংহতি আন্দোলনের খুলনা জেলা কমিটির আহ্বায়ক মুনীর চৌধুরী সোহেল, নিসচার সহ-সভাপতি মো. রুহুল আমীন তালুকদার সোহাগ, সহ-সাধারণ সম্পাদক শেখ মেরাজ হোসেন, মো. আবু মুছা, অর্থ সম্পাদক আফজাল দেওয়ান, সাংগঠনিক সম্পাদক মো. শামীম হোসেন, দপ্তর সম্পাদক তানিয়া সুলতানা, প্রচার সম্পাদক মোহাম্মদ মিলন, প্রকাশনা সম্পাদক তানজীম আহমেদ, সমাজকল্যাণ ও ক্রীড়া সম্পাদক মঞ্জুরুল ইসলাম, মহিলা সম্পাদক সাদিয়া ইয়াসমিন, খুলনা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থী রনি গাজী, লায়ন্স স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী জান্নাতুল ফেরদৌস জান্নাত, সুন্দরবন আদর্শ কলেজের শিক্ষার্থী আসিফ হোসেন আরিক, খুলনা পাবলিক কলেজের শিক্ষার্থী সাদমান সাকিব সিহাব, তালিমুল মিল্লাত মাদ্রাসার শিক্ষার্থী তানজিদ হোসাইন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি খলিলুর রহমান, ছাত্র শিবির নেতা মো. হোসেন শেখ, আহসান উল্লাহ শিহাব, আল আমিন, মো. রাকিব, নিসচার কার্যনির্বাহী সদস্য মো. সিরাজুল ইসলাম নয়ন, মো. শাহ নেওয়াজ, জিয়াউল হক মিলন, সাদ্দাম হোসেন, মো আইয়ুব আলী, বিপ্লবী কাজী খলিল, মো. এম এ সাদী, কাজী রাসেল, মো. হেলাল হোসেন, মো. হুমায়ুন কবীর, জাহিদুর রেহমান, মোরেলগঞ্জ কল্যাণ ফোরাম খুলনার সদস্য সচিব মো. শফিকুল ইসলাম, আঞ্চলিক নাট্য টিমের পরিচালক মাসুদ শেখ, মডেল এইচ এম সানাউল্লাহ লিটন প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন, সড়ক দুর্ঘটনা দেশের একটি বড় সমস্যা। একে প্রতিরোধ করতে হলে জনসচেতনতার বিকল্প নেই। সড়ক দুর্ঘটনা প্রতিরোধে সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন। সড়ক দুর্ঘটনা বন্ধ তথা সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে হলে সরকারের পাশাপাশি পরিবহন মালিক, শ্রমিক, যাত্রী, পথচারী ও সংশ্লিষ্ট সবাইকে নিজ নিজ অবস্থান থেকে একযোগে কাজ করতে হবে।  

বাংলাদেশ সময়: ১৪৪৭ ঘণ্টা, অক্টোবর ২২, ২০২৪
এমআরএম/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।